পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

こ> o প্রাচীন মুদ্রা। “শ্ৰীমদ মলয়বৰ্ম্মদেব” লিখিত আছে ১ । চাহডদেবের মুদ্র দুই প্রকার। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে অশ্বারোহী মূৰ্ত্তি ও "শ্ৰীচাহডদেব” লিখিত আছে। দ্বিতীয় দিকে বৃষের মূৰ্ত্তি ও “অসাবরী শ্ৰীসামন্তদেব” লিখিত আছে ২ । চাহডদেবের দ্বিতীয় প্রকারের মুদ্র দুই তিন মাস পূৰ্ব্বে আবিষ্কৃত হইয়াছে। ইহাতে একদিকে অশ্বারোহী মূৰ্ত্তি ও দ্বিতীয়দিকে দুই বা তিন ছত্রে “শ্ৰীমং চাহুডদেব” লিখিত আছে ৩ । ত্ৰিলোচনপালকে পরাজিত করিয়া মহমুদ নাগরী অক্ষরে সংস্কৃত ভাষায় লিপিযুক্ত রজতমুদ্রা মুদ্রাঙ্কিত করাইয়াছিলেন । এই সকল মুদ্রায় একদিকে আরবী ভাষায় লিপি আছে ও দ্বিতীয় দিকে মধ্যস্থলে নাগরী অক্ষরে সংস্কৃত ভাষায় “অব্যক্তমেক মহম্মদ অবতার নৃপতি মহম্মদ" ও চতুর্দিকে “অয়ং টঙ্ক মহমুদপুর ঘটতে হিজরিয়েন সম্বতি ৪ ১৮” লিখিত আছে ৪ । (S) I, M. C., Vol. I, p. 262, Nos. 1-3. (R) Ibid, pp. 260--63, Nos. 1–7. (৩) ১৯১৫ খৃষ্টাব্দে মালবে আবিষ্কৃত ৭৯৪টি তাম্র মুদ্রা পরীক্ষার জন্ত কলিকাতা মিউজিয়মে প্রেরিত হইয়াছিল। ইহার মধ্যে আরও ২৩ জন রাজার মুদ্রার সহিত চাহডদেবের দ্বিতীয় প্রকারের মুদ্র আবিষ্কৃত হইয়াছে। এই মুদ্রায় বিক্রমাদের তারিখ দেখিতে পাওয়া যায়। ১৯৯৮ খৃষ্টাব্দে যুক্ত-প্রদেশে কাঙ্গি জেলায় আবিষ্কৃত মলয়বর্ধার মুদ্রাতেও এইরূপ বিক্রমাদের তারিখ আছে। (8) Cunningham, Coins of mediaeval India. pp. 65–66, no. 21.