পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ>\。 প্রাচীন মুদ্রা । বিভাগের মুদ্রায় সুবর্ণের সহিত রজতের মিশ্রণ দেখিতে পাওয়া যায়। গোবিন্দচন্দ্রের পুত্রের নাম বিজয়চন্দ্র, ইনি বোধ হয় ১১৫৫–১১৬৯ খৃষ্টাব্দ ১ পর্য্যন্ত কান্তকুঞ্জের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। বিজয়চন্দ্রের কোন মুদ্র অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। বিজয়চন্দ্রের পুত্র অয়চন্দ্র ১১৭০ খৃষ্টাব্দে ২ অভিষিক্ত হইয়াছিলেন এবং ১১৯৪ বা ১১৯৫ খৃষ্টাব্দে সুলতান মহম্মদ-বিন-সামের সহিত যুদ্ধে নিহত হইয়াছিলেন । অজয়চন্দ্রদেবের নামযুক্ত একপ্রকার রজতমুদ্র আবিষ্কৃত হইয়াছে। কানিংহাম্ অনুমান করিয়াছিলেন যে ইহাই জয়চ্চন্দ্রের মুদ্রা ৩। গোবিন্দচন্দ্রের মুদ্রার স্তায় ইহাও মঙ্গীপালদেব অথবা গাঙ্গেয়দেবের মুদ্রার অনুকরণে নিৰ্ম্মিত। এতদ্ব্যতীত গাহডবালবংশের কোনমুদ্রা অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। জয়চ্চন্দ্রের পুল্ল হরিশ্চদেব ১১৯৫-১২০৭ ৪ খৃষ্টাক পৰ্য্যন্ত কল্পকুক্সের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তাহার কোন মুদ্রা অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। জয়চন্দ্রকে পরাজিত করিয়া সুলতান মহম্মদবিন-সাম্ মধ্যদেশে প্রচলনার্থ গাইডবাল রাজগণের মুদ্রার অনুকরণে সুবর্ণমুদ্রা মুদ্রাঙ্কিত করাইয়াছিলেন । ইহাতে একদিকে নাগরী অক্ষরে তিন ছত্রে তাহার নাম লিখিত আছে এবং অপরদিকে লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি আছে । । এই জাতীয় মুদ্রায় দুইটি বিভাগ দেখিতে পাওয়া যায়। প্রথম বিভাগের মুদ্রায় :– (s) Epígraphia Indica, Vol VIII, App. 1. p. 13 t «) Ibid, Vol, fV. p. 121. {*) Coins of Mediaeva] Jndia, p. 87, No, 17. (8) journal of the Asiatic Society of Bengal, New Series, Vol. VII, pp. 757-770. («) Coins of Mediaeval India, p. 86, No. 12.