পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন মুদ্রা। هراند یا লিখিত ১ আছে । গুণাঙ্ক বংশাবলীতে গুণকামদেব নামে পরিচিত ২ | বৈশ্রবণের মুদ্রায় একদিকে উপবিষ্ট রাজমূৰ্ত্তি ও “বৈশ্রবণঃ” লিখিত আছে, এবং দ্বিতীয় দিকে সবংসী গাভীর মূৰ্ত্তি আছে ও “কামদেহি” লিখিত আছে ৩ । অংশুবৰ্ম্মার তিন প্রকার মুদ্রা আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্রার একদিকে পক্ষযুক্ত সিংহমূৰ্ত্তি আছে ও "শ্রাংশুবন্ম” লিথিত আছে এবং দ্বিতীয় দিকে সবংসী গাভীমূৰ্ত্তি আছে ও “কামদেহি” লিখিত আছে ৪ । দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে সূর্য্যের চিহ্ন আছে এবং “মহারাজাধিরাজস্থা” লিখিত আছে। দ্বিতীয় দিকে একটি সিংহমূৰ্ত্তি আছে এবং "শ্রাংশোঃ” লিখিত আছে তৃতীয় প্রকারের মুদ্রায় একদিকে পক্ষযুক্ত সিংহমূৰ্ত্তি আছে ও “শ্রাংশুবৰ্ম্মা” লিখিত আছে এবং দ্বিতীয় দিকে বাস্তব সিংহের মূৰ্ত্তি ও চন্দ্রের চিহ্ন আছে ও । অংশুবৰ্ম্মার অনেকগুলি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে জিষ্ণুগুপ্তের মুদ্রায় একদিকে পক্ষযুক্ত সিংহমূৰ্ত্তি আছে ও “গ্ৰজিষ্ণুগুপ্তস্ত” লিখিত (S) Coins of Ancient India, p. 1 16, pl. XIII. 2. (*) Hara Prasad Sastri, Catalogue of plann-leaf and Selected paper Mss. Durbar Library, Nepal. Introduction by prof. C. Bendali, p. 2 u, (•) Coins of Ancient India, p. 1 10, pl. XII I. 4. কানিংহাম্ অনুমান করেন যে বৈশ্ৰবণ বংশাবলীতে কুবের বর্ষা নামে পরিচিত— ibid, 5, {8) Ibid, p. 1 16, pl. XIII. 4 ; I. M. C. Vol. I, p. 283, No. 2. («) Ibid, No. 3 ; Coins of Ancient India p. I 17, pl. XlII. 55. (•) Ibid, pl. XIII. 6 ; I. M. C., Vol. I., p. 283, No. 1, (*) Indiam Antiquary, Vol. IX, pp. 17o—7 1 ; Bendall's journey to Nepal, p. 74.