পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ ।

  • ప్లొ-ఫ్రో

প্রাচীন ভারতে বিদেশীয় মুদ্র । অতি প্রাচীনকাল হইতে ভারতবাসিগণ বাণিজ্যের জন্ত বিদেশে গমন করিতেন এবং বিদেশীয় বণিকগণ ভারতবর্ষে অসিতেন । প্রাচীন কালে বিদেশীয় বাণিজ্যের তিনটি পথ ছিল, ইকার মধ্যে একটি স্থলপথ ও অপর টুইটি জলপথ । আর্যাবত্তের উত্তর-পশ্চিম প্রাস্ত হইতে ভারতীয় বণিকগণ অশ্ব ও উপ্র পুষ্ঠে পণ্য দ্রব্য লইয়া বাহুলীক ( Halkh ), উত্তরকুরু মধ্য এসিয়া, ইরাণ বা ঐরাণ অর্থাং বৰ্ত্তমান পারস্ত দেশ এবং বাবিরুষ বা বভেরু অর্থাং বাবিলন পৰ্য্যন্ত গমন করিতেন । স্বার্থবাহগণ স্বদেশজাত পণ্যের পরিবর্ভে ভিন্ন ভিন্ন দেশ হইতে সেই সকল দেশের সুবর্ণ ও রজত মুদ্র স্বদেশে আনয়ন করিতেন। জলপথ দুইটির মধ্যে আরব সাগরের পথই প্রধান ছিল । এই পথে ভারতীয় বাণিজ্যপোত সমূহ বাবিরুষ, মিশর ও আফ্রিকার পূর্বপ্রান্তের দেশ সমূহে গমনাগমন করিত এবং ভারতবর্ষে জাত পণ্যের পরিবত্তে বিদেশীয় সুবর্ণ ও রজত মুদ্র। এতদ্দেশে আনয়ন করিত। রোমক সাম্রাজ্যের চরম উন্নতির সময়ে বর্ষে বর্ষে ভারতজাত পণ্যের পরিবর্তে লক্ষ লক্ষ রোমক সুবর্ণমুদ্র ভারতে প্রেরিত হইত। আরবজাতির মুসলমান ধৰ্ম্ম গ্রহণের সময় পর্য্যন্ত আরব সাগরে ভারতীয় বণিকগণের অপ্রতিহত প্রভাব ছিল । খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীতেও গুজরাট ও মহারাষ্ট্র দেশের বাণিজ্যপোত সমূহ মিশরে ও আফ্রিকার পূর্ব উপকূলে