পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ প্রাচীন মুদ্রা । menian) বংশীয় পারসিক সম্রাট্রগণের অধিকার পশ্চিমে ভূমধ্যসাগর হইতে পূৰ্ব্বে পঞ্চনদ পর্যন্ত বিস্তৃত হইয়াছিল। তখন বৰ্ত্তমান আফগানিস্থান উত্তরাপথের একটি প্রদেশ বলিয়া গণ্য হইত। পারস্তরাজের ভারতীয় অধিকার গুলির শাসনভার তিনজন ক্ষত্রপের ( Satrap ) উপরে স্তস্ত ছিল এবং ভারতীয় অধিকার হইতে পারসিক সম্রাট্র বার্ষিক ৩৬০ ট্যালেণ্ট ( Taleut ) ওজনের সুবর্ণমুদ্র রাজস্ব পাইতেন । এই সময়ে পারসিক সাম্রাজ্যের ভারতীয় প্রজাবৰ্গ শাসনকর্তৃগণের নিকট দুইটি বিষয় শিক্ষালাভ করিয়াছিল – ( ১ ) খরোষ্ট্র লিপি, ইহা বৰ্ত্তমান পারসিক লিপির ন্তায় দক্ষিণ হইতে বাম দিকে লিখিত হইত, এবং ( ২ ) প্রাচীন পারসিক মুদ্রার ব্যবহার । পারসিক অধিকার কালে ভারতবর্ষের উত্তর-পশ্চিম সীমান্তস্থিত প্রদেশ সমূহে যে পারসিক মুদ্র ব্যবঙ্গত হইত তাহার প্রমাণের অভাব নাই । ভারতীয় প্রদেশ সমুহে প্রচলিত অনেক পারসিক সুবর্ণ ও রজ তমুদ্র আবিষ্কৃত হইয়াছে । সুবর্ণমুদ্র গুলি ভারতেই মুদ্রিত হইত । এই গুলির মূল্য দুই càē3 ( Stater ) i crio:TTT:sfasts ( Sigloi ) প্রাচীন ভারতীয় পুরাণ বা ধরণের ষ্টীয় অঙ্কচিহ্ন ( punch inark ) দেখিতে পাওয়া যায়। মুদ্রাতত্ত্ববিদ কানিংহামের মতানুসারে এই চিহ্নগুলি ভারতীয় নহে, কিন্তু তাঙ্গার সিদ্ধান্ত যুক্তিযুক্ত নহে, কারণ এই জাতীয় দুই একটি মুদ্রায় অঙ্গচিহ্নে ভারতীয় ব্রাহ্মী বা থরোষ্ট অক্ষর মুদ্রিত আছে। ভারতবর্ষে আবিষ্কৃত প্রাচীন পারসিক মুদ্রায়ু অঙ্কচিহ্ন দেখিয়া অধ্যাপক রেপসন অনুমান করেন যে পারসিক অধিকার কালে ভারতবর্ষের উত্তর-পশ্চিম সীমান্তস্থিত প্রদেশসমূহে পুরাণ ও পারসিক রজতমুদ্রা (») E. Babelon--f.es Perses Achaemenides, pp. XI, XX. 16.