পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 9/* } তত্ত্ব সম্বন্ধে এই জাতীয় গ্রন্থ অতীব বিরল। এই অভাব দূর করিবার জন্ত কেন্থিজের অধ্যাপক রেপসন “ভারতীয় মুদ্র” নামক একখানি ক্ষুদ্র গ্রন্থ রচনা করিয়াছিলেন, কিন্তু অধ্যাপক রেপসনের গ্রন্থ স্মিথের (V. A. Smith ) “প্রাচীন ভারতের ইতিহাস” অথবা স্বৰ্গীয় অধ্যাপক বুলারের (G. Buhler ) “ভারতীয় প্রত্নলিপিতত্ত্বের” ন্যায় সরল অথবা বিশদ গ্রন্থ নহে । অধ্যাপক রেপসনের গ্রন্থখানি তত্ত্বায়ুসন্ধিৎসুকে মুদ্রাতত্ত্বের সীমান্তে পৌছাইয়া দেয় মাত্র ; ইহা মুদ্রাতত্ত্ববিষয়ক গ্রন্থাবলী বা প্রবন্ধাবলীর তালিকা ( Bibliography ) । তথাপি ভারতীয় মুদ্রাতত্ত্ব সম্বন্ধে দ্বিতীয় গ্রন্থ নাই বলিয়া ভারতবর্ষের ঐতিহাসিক তথ্যানুসন্ধিৎসুগণের নিকটে উহা অমূলা । নবীন তথ্যামুসন্ধিৎসু যাহা অবলম্বন করিয়া মুদ্রাতত্ত্বের দুর্গম ক্ষেত্রমধ্যে প্রবেশ লাভ করিতে পারে, প্রবীণ ঐতিহাসিক পরম শ্রদ্ধাস্পদ শ্ৰীযুক্ত অক্ষয়কুমার মৈত্রেয় মহাশয় এইরূপ একখানি গ্রন্থ রচনা করিবার জন্ত কয়েক বৎসর পূৰ্ব্বে আমাকে অনুরোধ করিয়াছিলেন, কিন্তু নানা কারণে মৈত্রেয় মহাশয়ের আদেশ পালন করিতে পারি নাই। এই গ্রন্থে ঐতিহাসিক যুগের প্রারম্ভ হইতে উত্তরাপথে ও দক্ষিণাপথে মুসলমান বিজয় কাল পর্য্যন্ত প্রাচীন মুদ্রার বৈজ্ঞানিক রীতিসম্মত বিবরণ লিপিবদ্ধ হইল । দ্বিতীয় ভাগে ভারতবর্ষে মুসলমান অধিকার কালে মুদ্রার বিবরণ লিপিবদ্ধ করিবার ইচ্ছা রহিল। মুসলমান বিজয়ের পূৰ্ব্বে অপর উপকরণের অভাবে প্রাচীন মুদ্র লুপ্ত-ইতিহাস উদ্ধারের যেরূপ অত্যাবগুক উপকরণ, মুসলমানাধিকারকালে লিপিবদ্ধ ঐতিহাসিক বিবরণ সমূহের অস্তিত্বহেতু প্রাচীন মুদ্রা তাদৃশ আবশ্বকীয় উপকরণ নকে। মুসলমান বিজয়ের পূর্ববৰ্ত্তীকালের মুদ্রাতত্ত্ব জটিল এবং ইহা বহু ভাষা এবং বহু দেশের ইতিহাসের উপরে নির্ভরশীল বলিয়া ইহার