পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ । లిఫి রাজার মুখ ও অপর দিকে শূল ও চৰ্ম্মহস্তে পালাসের মূৰ্ত্তি দেখিতে পাওয়া যায় । ষষ্ঠ প্রকারের মুদ্রাতেও একদিকে রাজার মুখ ও অপরদিকে উপবিষ্ট পালাসের মূৰ্ত্তি দেখিতে পাওয়া যায়ং । এবুক্রদিত দিমিত্রিয়কে পরাজিত করিয়া তাহার রাজ্য অধিকার করিয়াছিলেনও । কানিংহাম অনুমান করেন যে, এবুক্রতিদ খৃষ্ট পূর্ব ১৯০ অব্দে রাজ্যলাভ করিয়াছিলেন, কারণ পারদ-( Parthia ) রাজ মিথদাত ( Mithradates ) বাবিরুষরাজ টিমার্কাস্ ( Timarcbus )• όfafa xgifa অনুকরণ করিয়াছিলেন। এবুক্রতিদ প্রথমে দিমিত্রিয়কে পরাজিত করিয়া বিস্তৃত সাম্রাজ্যের অধীশ্বর হইয়াছিলেন, কিন্তু তাহার রাজত্বের শেষভাগে ক্রমে ক্রমে অনেক প্রদেশ তাহার অধিকারচু্যত হইয়াছিল। পারদরাজ দ্বিতীয় মিগুদাত দুইটি প্রদেশ অধিকার করিয়াছিলেন এবং প্লেটো নামক ( Plato ) জনৈক বিদ্রোহী শাসনকর্তা স্বাধীনতা ঘোষণা করিয়া নিজনামে মুদ্রাঙ্কন আরম্ভ করিয়াছিলেন । এই মুদ্রাগুলি কোন অব্দের ১৪৭ বর্ষে অঙ্কিত হইয়াছিল। মুদ্রা-তত্ত্ববিদগণ অনুমান করেন যে, ৩১২ খৃষ্ট পূৰ্ব্বাদ হইতে সিরিয়ারাজ সিলিউক কর্তৃক প্রচলিত অন্ধ এই মুদ্রায় ব্যবহৃত হইয়াছে। এই অনুমান সত্য হইলে এই মুদ্রাগুলি ১৬৫ খৃষ্ট পূৰ্ব্বাদে অঙ্কিত হইয়াছিল। সম্ভবতঃ এবুক্রতিদের পিতার নাম হেলিয় (») Ibid, p. 163, pl. XXX, 1. (*) Ibid, pl. XXX, 2. (*) British Museum Catalogue of Indian Coins, Greek and Scythic Kings of Bactria and India, p. xxv. - (s) Percy Gardner, Parthian Coinage, p. 32, pl. II, 4. (4) British Museum Catalogue of Indian Coins, Greek and Scythiam Kings of Bactria and India, p. xxvi. . (e) ibid, p. xxvi ; Strabo, Xi, 11, (*) Jbid, p. xxvi.