পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3や প্রাচীন মুদ্রা । রাজার মুখ ও অপর দিকে জুপিটারের মূৰ্ত্তি আছে ১ । পরবর্তী কালে যে বৰ্ব্বর-জাতি গ্রীক রাজগণকে বালীকের অধিকারচ্যুত করিয়াছিল, তাহারা তামে এই জাতীয় মুদ্রার অনুকরণ করিয়াছিল ২ । ভারতীয় তেলের রীতানুসারে যে সমস্ত যুদ্র মুদ্রিত হইয়াছিল, তাহাতে এক প্রকারের রজত ও দুই প্রকারের তাম্র মুদ্রা দেখিতে পাওয়া যায় । এই সকল মুদ্রায় গ্ৰীক ও ধরোষ্ঠী উভয় বর্ণমালাই ব্যবহৃত হইয়াছে। রজত মুদ্রায় একদিকে রাজার মুখ ও অপর দিকে দণ্ডায়মান জুপিটারের মূৰ্ত্তি আছে ও । প্রথম প্রকারের তাম্র মুদ্রায় একদিকে রাজার মুখ ও অপর দিকে হস্তিমূৰ্ত্তি আছে । দ্বিতীয় প্রকারের তাম্র মুদ্রায় একদিকে হস্তী ও অপর দিকে বৃষের মূৰ্ত্তি আছে উভয়বিধ মুদ্রাই চতুষ্কোণ। হেলিয়ক্রেয়ের রাজাকালের শেষ ভাগে মধ্য এসিয়ানিবাসী বৰ্ব্বর শক জাতি বাম্বলীক অধিকার করিয়াছিল। এই সময় হইতে পাশ্চাত্য গ্রীকৃগণের সহিত প্রাচ্য গ্রীকৃগণের সম্বন্ধ বিচ্ছিন্ন হইয়াছিল এবং ইহার পরে প্রতীচ্য গ্ৰীকৃগণের ইতিহাসে প্রাচ্যখণ্ডের গ্রীক্রাজ্য সমূহের বিবরণ অতীব বিরল। হেলিয়ক্রেয়ের পরবর্তী গ্রীকৃরাজগণের মধ্যে আস্তিআলিকিদ, আপলদ্ধত, মেনন্দ্র ও হেরময়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । ১৯০৯ খৃষ্টাব্দে মালবদেশে বেশনগরে একটি শিলাস্তম্ভ আবিষ্কৃত (») P. M. C. Vol. I, p. 27. Nos. 133-35 : i, M. C. Vol. 1, p. 13, Nos. 1--2. (*) P. M. C. Vol, 1. p. 28, Nos. 136-44. (*) Ibid, p. 29. Nos, 145-47 : 1. M. C. Vol. I, p. 13, Nos. 3-4. (4) P. M. C. Vol. I, p. 29, No. 148; I. M. C. Vol. I, p. 14, No. 6. {e} P. M. C, vol. 1, p. 29 No. 149 , কলিকাতার চিত্রশালায় হেলিয়ক্রেয়ের স্নায় এক জাতীয় তাম্র মুদ্র আছে, ইহা গোলাকার এবং ইহার একদিকে রাজার মস্তক ও অপরদিকে অশ্বের মূৰ্ত্তি আছে।