পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ । 8ማት হইয়াছিল। এই শিলাস্তম্ভে খৃষ্ট পূৰ্ব্ব দ্বিতীয় শতাব্দীর একটি খোদিতলিপি আছে ; তাহা হইতে অবগত হওয়া যায় যে, ইঙ্গা বাসুদেবের একটি গরুভূ-ধ্বজ এবং তক্ষশিলাবাসী ভগবদ্ভক্ত দিয়ের (Dion) পুত্ৰ হেলিওদোর (Hellodoros) নামক যবন দূত কর্তৃক প্রতিষ্ঠিত হইয়াছিল। হেলিওদোর মহারাজ আস্তি আলিকিদের নিকট হইতে রাজা কাশীপুত্র ভাগভদ্রের নিকটে তাঙ্গর চতুৰ্দশ রাজাঙ্কে আগমন করিয়াছিলেন । এই আস্তালিকিত ও মুদ্রাসমূহের আস্তি আলিকিদ একই ব্যক্তি। আস্তি আলিকিদের (Antialkidas) তিন প্রকার রজত মুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে উষ্ণীষ-পরিহিত রাজার মুখ ও অপর দিকে সিংহাসনে উপবিষ্ট জুপিটারের মূৰ্ত্তি, তাহার দক্ষিণ হস্তে বিজয় দেবীর মূৰ্ত্তি ও একটি হস্তীর মূৰ্ত্তি আছে । । এই জাতীয় মুদ্রার দুইটি উপবিভাগ আছে, প্রথম উপবিভাগে মুকুট-পরিহিত রাজার মূৰ্ত্তি ও ও দ্বিতীয় উপবিভাগে উষ্ণৗষ-পরিহিত রাজার মূৰ্ত্তি আছে । দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে শিরস্ত্রাণ-পরিহিত রাজার মুখ ও অপর দিকে জুপিটার, বিজয় ও হস্তার মূৰ্ত্তি আছে আস্তিআলিকিদের দুই প্রকারের তায় মুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্রায় এক কে জুপিটারের মূৰ্ত্তি ও অপর দিকে দুইটি পিও ও দুইটি তালবৃক্ষের (3) Journal of the Royal Asiatic Society, 1909, p. 1055–56; Epigraphia Indica Vol. X, App. p. 63. No. 669. (*) P. M. C. Vol. I, pp. 32–34 : I. M. C. Vol. 1, p. 15–16. (o) P, M, C, Vol. I, p. 33-34, Nos. 184-89. 1. M. C. Vol. I, p. 15, Nos. 1-3. - (*) P. M, C. Vol. I, pp. 32-33, Nos, 167-83 , 1. M. C, Vol. I. pp, 15-16, Nos. 4-16, l (*) P. M. C. Vol. I, p. 34, Nos, 190-92.