পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

教o প্রাচীন মুদ্র । ও অপরদিকে ত্রিপদ বেদী আছে । আপলদতের কোন কোন মুদ্রায় কেবল খ:রাষ্ঠী অক্ষরেরই ব্যবহার দেখিতে পাওয়া যায় । কানিংহাম্ বহু অনুসন্ধান করিয়া দুইখানি গ্রন্থে আপলদতের নামের উল্লেখ পাইয়াছিলেন। ঐতিহাসিক ç$*fa (Trogus Pompeius ) &farû গ্রীকৃরাজগণের মধ্যে মেনন্দ্র ও আপলদত নামক বিখ্যাত রাজদ্বয়ের উল্লেখ করিয়াছেনও । খৃষ্টীয় প্রথম শতাব্দীর একজন গ্রীক নাবিক উল্লেখ করিয়াছেন যে, তৎকালে ভরুকচ্ছে ( ভূগুকচ্ছ বা বরোচ ) আপলদত ও মেনন্দ্রের মুদ্র প্রচলিত ছিল । % মেনন্দ্রের বহুবিধ মুদ্র আফগানিস্তানে ও ভারতবর্ষের নানাস্থানে আবিষ্কৃত ইয়াছে। মেসন কাবুলের উত্তরদিকে বেগ্রাম নামক স্থানে ১৫৩টি মেনন্দ্রের মুদ্র আবিষ্কার করিয়াছিলেন, এবং কানিংহাম্ মেনন্দ্রের সহস্রাধিক মুদ্র সংগ্ৰহ করিয়াছিলেন । ভারতবর্ষে মথুরায়, রামপুরে, আগ্রার নিকটবর্তী ভূতেশ্বরে এবং সিমলা জেলার অবস্থিত সাবাথুতে মেনন্দ্রের অনেক মুদ্র আবিষ্কৃত হইয়াছে। ষ্ট্রাবো { strab০ ) আপলোদাবস্ (Apollodoros ) রচিত পারদ দেশের ইতিহাস অবলম্বনে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, বালীকের গ্রীকৃরাজগণের মধ্যে কেহ কেহ আলেক্জাগুর অপেক্ষা অধিক রাজা জয় করিয়াছিলেন এবং মেনক্স হাইপানিয়া নদী পার হইয়া পূৰ্ব্বদিকে ইলাম তীর (%) Ibid, p. 45, Nos. 318-21 ; f. M. C., Vol. 1, p. 21, No. 53. (3) P. M. C., Vol. I, p. 49. . (8) Numismatic Chronicle, 187o, p, 7g, (*) ?eriplus of the Erythraean Sea Edited by Dr. Schoff, (a) Numismatic Chronicle, i87o, p. 22o, Wilson's Ariana Antiqua, p. f I. - (*) Numismatic Chronicle, Vol. X, p. 22o.