পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ। > ©Ꮍ শকদ্বীপের বিবরণ দেখিলে স্পষ্ট বুঝিতে পারা যায় যে, এক সময়ে প্রাচীন ইরাণ বা পারস্ত দেশ পর্যন্ত প্রদেশ শকদ্বীপের অন্তভূক্ত বলিয়া পরিগণিত হইত। পূৰ্ব্বে মুদ্রা-তত্ত্ববিদগণ শক জাতীয় রাজগণকে দুই ভাগে বিভক্ত করিতেন, (১) প্রাচীন শক এবং (২) কুষণ ; কিন্তু এখন ইহাদিগকে তিন ভাগে বিভক্ত করা হইয়া থাকে ; (১) শক, (২) পারদ এবং (৩) কুষণ । যে জাতি ভারতের ইতিহাসে প্রাচীন শক জাতি নামে পরিচিত তাহারা পূৰ্ব্বে চীন রাজ্যের সীমান্তে বাস করিত এবং ইউচি জাতি কর্তৃক পরাজিত হইয়া বক্ষু নদীর উত্তর-তীরে উপনিবেশ স্থাপন করিয়া ছিল ১ । এক সময়ে ইহুদিগের সহিত পারম্ভের হথামানীষীয় বংশের এবং গ্রীক্ রাজগণের বিবাদ ইয়াছিল ২ । শক জাতির বাসস্থান বলিয়া বক্ষু নদীর উত্তর-তীর ভারতবাসিগণের নিকটে শকদ্বীপ এবং গ্ৰীকৃগণের নিকটে সোকডিয়ানা ( Seghdiana ) নামে পরিচিত হইয়াছিল । ‘.. মুদ্রা-তত্ত্ববিদগণ অনুমান করেন যে, খৃষ্ট পূৰ্ব্বাদ দ্বিতীয় শতাব্দীর শেষ ভাগে বালীক বা ব্যাক্টর শক জাতি কর্তৃক অধিকৃত হইয়াছিল। চীন দেশীয় ইতিহাসকারগণ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, ১৬৫ খৃষ্ট পূৰ্ব্বান্ধের পরে ইউচি জাতি শকগণকে আক্রমণ করিয়া তাহাদিগকে বাস্থলীক অধিকার করিতে বাধ্য করিয়াছিল ৩ । শকরাজগণ প্রথমে পূৰ্ব্ববৰ্ত্তী গ্ৰীকৃরাজগণের মুদ্রার অনুকরণ করিতে আরম্ভ করিয়াছিলেন ৪ এবং পরে স্বনামে স্বতন্ত্র মুদ্রাঙ্কন আরম্ভ করিয়া (3) Indian Antiquary, 1908, p. 32. (*) Indian Coins, p. 7. (*) Indian Antiquary, 1908, p. 32. (*) Coins of Ancient India, p. 35.