পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ । 'S S একদিকে হস্তী ও অপর দিকে বুষের মূৰ্ত্তি আছে ১। চতুর্দশ প্রকারের মুদ্রা পূৰ্ব্ববং কিন্তু ইহা চতুষ্কোণ ২। পঞ্চদশ প্রকারের মুদ্রায় একদিকে অশ্বপৃষ্ঠে রাজার মূৰ্ত্তি ও অপর দিকে একটি বৃষের মূৰ্ত্তি আছে ৩। ইঙ্গ চতুষ্কোণ। ষোড়শ প্রকারের মুদ্রা পূৰ্ব্ববং কিন্তু ইহা গোলাকার • । সপ্তদশ প্রকারের মুদ্রা একদিকে উদ্ভূপৃষ্ঠে রাজার মূৰ্ত্তি ও অপর দিকে একটি চমরীর মূৰ্ত্তি আছে ইহা চতুষ্কোণ। অষ্টাদশ প্রকারের মুদ্রায় একদিকে লক্ষ্মীদেবীর মুক্তি ও অপর দিকে বৃষের মূৰ্ত্তি আছে— ইহা গোলাকার ও । উনবিংশ প্রকারের মুদ্রায় একদিকে গ্রীকৃদেবতা হেফাইস্টোস্ ( Hephaistos ) ও অপর দিকে একটি সিংহের মূৰ্ত্তি আছে ইহা চতুষ্কোণ। বিংশ প্রকারের মুদ্রায় একদিকে অশ্বপৃষ্ঠে রাজার মূৰ্ত্তি ও অপর দিকে একটি সিংহের মূৰ্ত্তি আছে । একবিংশ প্রকারের মুদ্রায় একদিকে উচ্চাসনোপবিষ্ট রাজার মূৰ্ত্তি ও অপর দিকে পালাসের মূৰ্ত্তি আছে দ্বাবিংশ প্রকারের মুদ্রায় একদিকে হস্তী ও অপর দিকে সিংহের মুক্তি আছে - । ত্রয়োবিংশ (8) Ibid, p. 45, Nos, 23-33 ; P. M. C., Vol. i. p. 127, Nos. 283-Sు. i R} {bid, p. 128, No. 289 A. (2) Ibid, pp. 128-29, Nos. 290-303 ; i. M. C., Vol. I, p. 48. Nos. 79-84. {*) P. M. C., Val, I, p. 129, No. 394. (e) Ibid, Nos. 305-07 ; 1. M. C., Vol. I, p. 48, No. 78. to P. M. C., Vol. 1, p. 129, No. 308. (*) Ibid, p. 130, No. 309. (*) I. M. C., Vol. 1, p. 49, No. 87. (*) Ibid, p. 48, No. 75. (**) P. M. C., Vol. 1, p. 131.