পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২ প্রাচীন মুদ্রা। পাওয়া যায় ১ । অষ্টম প্রকারের মুদ্রায় দেব ও দেবীর মূৰ্ত্তির পরিবর্তে নগর দেবতার মূৰ্ত্তি আছে ২ ! নবম প্রকারের মুদ্রায় নগর দেবতার মূৰ্ত্তির পরিবর্তে তালবৃক্ষের শাখা হস্তে দেবী মূৰ্ত্তি দেখিতে পাওয়া যায় ৩ । দশম প্রকারের মুদ্রায় দেব ও দেবীর পরিবর্তে শূলহস্তে দণ্ডায়মান সৈনিকের মূৰ্ত্তি আছে অক্সিলিষের সৰ্ব্বসমেত দ্বাদশ প্রকারের তাম্র মুদ্রা আবিষ্কৃত হইয়াছে ; তন্মধ্যে সাত প্রকার সচরাচর দেখিতে পাওয়া যায়। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে অশ্বপৃষ্ঠে রাজার মূৰ্ত্তি ও অপর দিকে শিলাখণ্ডে উপবিষ্ট নগ্ন হারকিউলিসের মূৰ্ত্তি আছে । । দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে দণ্ডায়মান হারকিউলিসের মূৰ্ত্তি ও অপর দিকে একটি অশ্বের মূৰ্ত্তি আছে ৬ । তৃতীয় প্রকারের মুদ্রায় অপর দিকে অশ্বের পরিবর্ভে বুধের মূৰ্ত্তি আছে চতুর্থ প্রকারের মুদ্রার বৃষের পরিবর্তে হস্তীর মূৰ্ত্তি দেখিতে পাওয়া যায় পঞ্চম প্রকারের মুদ্রার একদিকে হস্তীর মূৰ্ত্তি ও অপর দিকে বৃষের মূৰ্ত্তি আছে - । ষষ্ঠ প্রকারের মুদ্রায় একদিকে দণ্ডায়মান রাজার মূৰ্ত্তি ও অপর দিকে দেবীমূৰ্ত্তি আছে ১ । সপ্তম প্রকারের মুদ্রায় একদিকে Tibia.IT T (*) Ibid, p. 136, No. 336. (o) (bid, pp. 136-38, Nos. 337-52 ; 1. M. C., Vol. 1, pp. 49-50, Nos. 3-6. (8) P. M. C. Vol. I, p. 134, Nos. 329--3o. (4) Ibid, p. ; 38, Nos. 353-56. w (*) lbid, No. 357. (*) Ibid, p. 139, Nos. 358-6o ; 1. M. C., Vol. I, p. 5o, Nos. 7-8, (v) P, M, C., Vol. 1, p. 139, Nos, 361-62. (a) Ibid, No. 363–64. (3*) ¡bid., p. 140, Nos. 365-68.