পাতা:প্রেমিক গুরু.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেমিক-গুরু ט\צל يسيبيليه هيبسينابيبعيديو রমণী হুইলে ফাটিয়৷ মরিত ; কিন্তু রাধা শ্ৰীকৃষ্ণের স্বরূপশক্তি বলিয়াই কৃষ্ণ-বিরহ-বাড়বানলে কোনরূপে প্রাণ রক্ষা করিয়াছিলেন । কৃষ্ণমুখে তিনি ঈর্ষা না করিয়া বলিতেছেন ;– যুগ যুগ জীবমু বসমু লথ কোল । হমর অভাগ ছনক কোন দোষ ॥ f সে যেখানে ইচ্ছা থাকুক, লাখবর্ষ সুখে জীবিত থকুক, আমার অভাগ্য তাহার দোষ কি ? আদোষ-পরিত্যক্তা রাধার কি নিঃস্বার্থ প্রেম । রাধার সে সময়ের অবস্থা দেখিয়া বুঝি পাষাণও গলিয়াছিল, তবু তিনি শ্ৰীষ্ণের উপর রাগ করেন নাই ; বরং কেছ নিন্দ করিলে সহ করিতে পারিতেম না । এই সময় মহাভাবে রাধা আত্মহারা থাকিতেন, অষ্ট সাত্ত্বিকভাব উদ্দীপ্ত অবস্থায় অনুভাব হইত। কখনও শরীর রোমাঞ্চ হইয়া রোমকূপগুলি শিমূল কাটার মত দেখাইত—কখনও শীতের প্রভাবে থর থরি কঁাপিতেন, আবার মুহূর্বে এরূপ তাপবৃদ্ধি হইত যে, নব কিশলয়দলও সে তাপে শুকাইয়া যাইত। শরীরের গ্রন্থিগুলা এলাইয়া পড়িত—চক্ষুদিয়া পিচকারীর মত অশ্রুজল ছুটিত । ক্ষণে ক্ষণ মূৰ্ছা যাইতেন,- নিঃশ্বাস ও বুকের স্পন্দন রহিত হইয়া মৃতের ন্যায় পড়িয়া থাকিতেন। সখিগণ কৰ্ণমূলে অনবরত কৃষ্ণনাম শুনাইলে, চৈতন্যপ্রাপ্তিমাত্রে হুহুঙ্কার করিয়া উঠিতেন । যাহাকে না ধরিলে উঠিয়া বসিতে পারিতেন না, সেই রাধিক ভাবাবেশে সময় সময় সিংহীর দ্যায় কৃষ্ণাম্বেষণে বাহির হইতেন । ক্রমশঃ তিনি আপনা ভুলিয়া দিব্যোন্মাদ লাভ করিয়াছিলেন ; তাহার বিশ্বময় কৃষ্ণমূৰ্ত্তি ও কৃষ্ণানুভব আসিয়াছিল,—তিনি, আপনার অস্তিত্ব সম্পূর্ণরূপে । প্রিয়তমের অস্তিত্বে নিমিজ্জিত করিয়া কৃষ্ণ-তন্ময়ত্ব প্রাপ্ত হইয়াছিলেন । অবশেষে শতবৎসর পরে প্রভাসের মহামড়ের কৃষ্ণ অঙ্গে মিলিত হইয়া স্ব-স্বরূপে লীন হইয়া গেলেন ।