পাতা:প্রেমিক গুরু.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভক্তি 》や《堂 প্ৰবৰ্ত্তক সাধক ও সিদ্ধের ভিন্ন ভিন্ন সাধন-প্রণালী বিহিত আছে। 적학 -- ." মন্ত্র, নাম, ভাব প্রেম আর রসাশ্রয় । এই পঞ্চরূপ হয় সাধন আশ্রয় ॥ প্রবর্তক, সাধক, সিদ্ধ তথি মধ্যে রয় । প্রবর্তকের মন্ত্রাশয় আর নামাশয় ॥ —শ্ৰীচৈতন্যচরিতামৃত । প্ৰবৰ্ত্তক, সাধক ও সিদ্ধ ব্যক্তিগণের সাধনার্থ মন্ত্র, নাম, ভাব, প্রেম ও রস এই পাঁচটা আশ্রয়স্বরূপ নির্দিষ্ট হইয়াছে। তন্মধ্যে মন্ত্র ও নাম প্রবর্তক-ভক্তের, ভাব ও প্রেম এবং রস সাধক ও সিদ্ধভক্তের আশ্রয় । সিদ্ধভক্ত যুগলৰূপের নিত্যলীলায় নিয়ত নিমগ্ন থাকিয়া, পূর্ণ রসাস্বাদন করিয়া থাকেন । তিনি আনন্দ-লীলা-রসবিগ্রহ, হেমাভ-দিব্য-ছবি সুন্দর মহাপ্রেমরস প্রদ পূর্ণানন্দরসময়মূৰ্ত্তি ভাবিত হইয়া, নিরবচ্ছিন্ন আনন্দে নিমগ্ন হইয়া থাকেন । লেখকের মন্তব্য -然举名= প্রেমভক্তি লাভকরতঃ স্ব-স্বরূপে বর্তমান থাকিয়া ভগবানের লীলারসমাধুর্ঘ্য আস্বাদন করাই জীবের চরম-সাধ্য ; স্বতরাং সাৰ্ব্বভৌম ধৰ্ম্ম। সাধন দ্বার পর পর ধৰ্ম্মে উন্নীত হইত্ত্বে হয়। সাধনার তিনটা উপায় –