পাতা:প্রেমিক গুরু.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভক্তি ఫి তুল্যনিন্দাস্তুতির্মেনী সন্তুষ্টো যেন কেনচিৎ ৷ অনিকেতঃ স্থিরমতির্ভক্তিমান্মে প্রিয়ো নরঃ ॥ যে তু ধৰ্ম্মামৃতমিদং যথোক্তং পযুপাসতে। শ্রদ্ধধান মৎপরমা ভক্তাস্তেহতীব মে প্রিয়াঃ ॥ — শ্ৰীমদ্ভগবদগীতা ১২।১৩-২০ যে ভক্তিমান ব্যক্তি দ্বেষশূন্ত, কৃপালু, মমতাবিহীন,নিরহঙ্কার, সুখদুঃখে সমজ্ঞান, ক্ষমাবান, সতত প্রসন্নচিত্ত, অপ্ৰমত্ত, জিতেন্দ্রিয় ও দৃঢ়নিশ্চয়, যিনি জামাতেই মন ও বুদ্ধি সমর্পণ করিয়াছেন, তিনিই আমার প্রিয়। লোক সকল যাহা হইতে উদ্বিগ্ন হয় না, লোক সকল কর্তৃক যিনি উদ্বিগ্ন হয়েন না, এবং যিনি অনুচিত হর্ষ, বিষাদ, ভয় ও উদ্বেগ শূন্ত ; তিনিই আমার প্রিয়। যিনি নিঃস্পহ, শুচি, দক্ষ, পক্ষপাতরহিত ও মনঃপীড়াশূন্ত এবং সৰ্ব্ব উদ্যম পরিত্যাগী, যিনি সকাম কৰ্ম্ম সকল পরিত্যাগ করিয়াছেন, তিনিই আমার প্রিয়। যিনি শোক, হর্ষ, দ্বেষ, আকাঙ্ক্ষা ও পাপ-পুণ্য পরিত্যাগ করিয়া ভক্তিমান হন ; তিনিই আমার প্রিয়। যিনি সৰ্ব্ব আসক্তি পরিত্যাগ পূর্বক শত্রু ও মিত্র, মান ও অপমান, শীত ও উষ্ণ, মুখ ও দুঃখ, নিন্দ ও প্রশংসা তুল্যরূপ বিবেচনা করিয়া থাকেন ও যিনি মৌনী যিনি যৎকিঞ্চিতলাভে সন্তুষ্ট হন, কোন স্থলেই প্রতিনিয়ত বাস করেন না এবং স্থিরমতি ও স্থিরভক্তি-সম্পন্ন হইয়াছেন ; তিনিই আমার প্রিয়। যিনি মৎপরায়ণ হইয় পরম শ্রদ্ধা সহকারে উক্ত প্রকার ধৰ্ম্মরূপ অমৃত পান করেন ; তিনিই আমার অতীব প্রিয়। 3. পাঠক ! ভক্ত হইতে হইলে, কি কি গুণ থাকা চাই বুঝিয়াছ ? কেবল চৈতন-চুটকির বাহার, কষ্টবন্ধন বা গোপীস্মৃত্তিক লেপন করিলেই ভক্ত হওয়া যায় না । ভক্তের উপরোক্ত লক্ষণগুলি থাকা চাই।