পাতা:প্রেম-ভিখারিণী.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డి ఫి প্রেম-ভিখারিণী। বালিকা নির্দোষী বালিকা ! আমার জন্ত তোমার কি দুর্দশা হইল । তুমি মরিতে চলিলে ? কি রূপে এই কথা শুনিয়া আমি জীবিত থাকিব ? মরোজিনী, তুমি মরিবে ? আমার জন্য মরিবে? ও; কি হ’লো ! সত্য করিয়া বলিতেছি যে ঐ সঙ্গে আমারও মৃত্যু-শয্যা প্রয়োজন । আজ আমি মরিব, চয় জ্বলন্ত অনলে, না হয় প্রশাস্ত সমুদ্রে । কে আজ আমায় সান্থনা করিতে পাবে ? এই চলিলামমরিতে চলিলাম। এতক্ষণে সরে মরিধ গিগাছে । ওগো জগস্বাসী । তোমরা শুনেছ, আমি আমাব সরোজিনীকে হত্যা করিয়াছি । সেই জলন্ত প্রেমের আকর, শ্মশানের চিতার উপব হু হু করিয়া জলিতেছে । উঃ সরোজিনী জ্বলিতেছে--পুড়িতেছে--ভস্ম হইতেছে ও এ যাতনা সহ্য হয় না। কেমন করিয়া সহ করিব ? আমি মরিব-মঞ্জিব-আব সহ করিতে পারি না । সরো মরিয়াছে । দেখ আমি কি ৯ইসাছি,—আমাঘ মা’র—কা’ট যাহা করিতে হয় করে।--আর আমি ,চিতে পাবি না । ও কি সধ্বনাশ হলে সরোজিনী মরিল ! আমার মারিয়া ফে’ল, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে । ও:-আমি কি করিতেছি ? কৰ্ত্তব্য ভুলিয়৷ আমি কি করিতেছি ? আমার হৃদয় এতই দুৰ্ব্বল ! সবোজিনীব জন্ত জীবন নাশ করিতে উন্নত ইয়াছি ? প্রতিজ্ঞ করিতেছি, বিচ্ছেদে হৃদয় কাটিয়া গেলেও কওঁবা প্ৰষ্ট ইষ্টব না । নরেন্দ্র এক্ষণে উন্মত্ত,-কাদিতে কাদিতে ভগ্ন হৃদয়ে কৰ্ত্তব্য পালন করিতে চলিনে। কাদিতে কাদিতে রোগীর মুখে ঔষধ প্রদামপুকরিতেছেন। অশ-প্রবাহ আজ নরেন্ত্রের সকল কার্য্যে দৃষ্ট হইতেছে উৎসাহে অশ্র, কাৰ্য্যে অশ্ল, শিক্ষায় অশ্রু—সকল কার্য্যে শুশ দিয়া সম্পাদিত গুইতেছে । সরোজিনীর অতি মুমধু অবস্থা। অতি কষ্টে শয্যা হইতে উত্থিত