পাতা:প্রেম-ভিখারিণী.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । ゞ〉○ বিক্ষিত হইলেন । দেখিলেন, চাবিদিকে যমদূতের ন্যায়, কেহ বংশদও হস্তে, কেহ মল্লবেশে দণ্ডাবমান--ভাবিলেন ইত্বারা কাহাব ংকার করিতেছে ? দেখিলেন, তাঙ্গা মন্তক দেবেন্দনাথের অযাচিত প্রেম-ক্রোড়ে সংস্থাপিত । গুৎক্ষণাৎ বেগে উঠিয় বসিলেন এব” অবাক হইয়া জলন্ত চিগর প্রতি নিনিমেষ নেত্রে চাহিয়া রছিযাছেন। নবেন্দ্র মন্ত্রমুগ্ধেব দ্যায় স্তব্ধ । কি দেখিযা নরেন্দ্র স্তব্ধ হইলেন ? একজন অশীতিপর যোগী যেন অগ্নিবাশিব মধ্য হইতে উখিও ইয়া, নরেন্দ্রকে আশীৰ্ব্বাদ করিতেছেন । নরেন্দ্র তাছবি প্রতি চড়িয়া প্রত্যুত্তর করিলেন,--আবার আমাদের মিলন ইষ্টবে। যোগী-হু, এই বলিয়া তিনি চলিয়া গেলেন। নবেন্দ্ৰ ঠাহাব পশ্চাদগামী হন্সলেন দেবেন্দ্রনাথ ৪ মাহীদের সঙ্গে সঙ্গে চলিলেন। এ যোগী পূৰ্ব্বপরিচিত বহ্মচাবী। এখন পাঠক মহাশয়ের জিজ্ঞাস্ত এই, দেবেন্দ্রনাথ ঠাং কোপ ইষ্টতে আসিলেন ? দেবেন্দ্রনাথ অঞ্জ কযেকদিন ব্ৰহ্মচারী মহাশযেব অগ্রসন্ধানে বর্তির্গত হইয়া, কোথা ও উষ্কার সন্ধান না পাষ্টয়া শ্মশানমন্দিবে জাসিয়া দেখিলেন সরোজিনীকে যজ্ঞাবাড়ীতে লষ্টমা গিযাঙ্গে । দেবেন্দ্রনাথ আসিতে আসিতে নরেন্দ্রর চীৎকার শুনিক্ষে পাইযা পশ্চাৎ হইতে ধরিলেন । amos moso so. চতুবিংশ পরিচ্ছেদ। বিধু এবং হরি ভাড়াতাড়ি ছাপাটতে স্থাপাইতে উপস্থিত। বিধু মুমি সলিল লইয়া রোগীর সন্মুখে দাড়াইল । হরি তাড়া তাড়ি দড়িম্ব ভাঙ্গিতে বসিল। ক্ষণপরে মতিবাবু ফিরিয়া আসিলেন।