পাতা:প্রেম-ভিখারিণী.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>や প্রেম-ভিখারিণী । গোসী মুষ্টি দর্শন কবিলে প্রাণ আতঙ্কে পুর্ণ হয। কত নিদারুণ হাহাকার, মৰ্ম্মান্তিক পিপাস, অতৃপ্ত লালস, বুকভর উদ্যম ৫ অগ্নিষ্ঠে ভস্ম হইতেছে ইহাদেব সম্মুখে এইরূপ চারি পাচটি জ্বলিতেছে । এখানে দুইটী ধোগী অঙ্কিমকালিন আসন গ্রন্থণ করিয়া ছেন,—র্তাহীদের সন্মুখে একদল যুবক নিম্পনের ন্যায় দণ্ডায় মান। চরচিব ধূমাকার ধারণ করিয়াছে—অনস্থ আকাশ শূন্তময়, ধূমময়, অন্ধকারমক্স, দিক্‌বিদিক যেন চিবনিস্তব্ধতায় পূর্ণ। উদ্ধে নগনব্যাপী নক্ষত্র উজ্জ্বল মূৰ্ত্তিতে দীপ্তি পাইতেছে, দবে ফের পাল চীৎকার কবিতেছে, গৃধ্ৰুপক্ষী নৃত্য কবিতেছে, অদূলে শবঙুক পণ্ড অৰ্দ্ধদপ্তশবাভিমুখে অগ্রসব হইতেছে। কি ভয়ঙ্কর দৃপ্ত জীবন্ত অবস্থায় এ সকল বিষম একবার চিন্তা করা উচিত। এখানে লোক-কণ্ঠ ধ্বনিও হয় না চারিদিক নিস্তব্ধ-সডিশক শূন্ত । দারুণ নিস্তব্ধতায় চতুর্দিক ব্যাপ্ত। এই অবস্থাব মধ্যে লেবলই ধন্ত্রণাম হাহাকার ধ্বনিতে অনন্ত পূশিত হই তেছে । যে মরিয়াছে—আগুণে পুডি৩েছে—তার যন্ত্রণ ফুরাই য়াছে। যে ময়ে নাই—ঐ বংশদও হস্তে লইয়া মৃতকে জ্বালাই তেছে —তার হৃদয়ে-শাস্তি নাই-ই হু রবে তারও বক্ষ জলি:তছে । যে মরে নাই সেও জলিতেছে, যে এখনি মরিখে সেও জ্বলিতেছে, যে মৃত্যুপার্শ্বে দণ্ডায়মান সে ত মরণাধিক জলিতেছে। মৃত্যুশয্যায মুগ্ধু ভিখারিণী জ্বলিতেছে, নবেঞ্জ জলিতেছে, হরি জ্বলিতেছে, বিধু জলিতেছে, দেবেঙ্গ জলিতেছে,-কিন্তু জলন্ত চিতা সকল জালা জুড়াবার জন্ত, কি ভয়ঙ্কর মুষ্টিতে জলিতেছে একবাৰ ভাবিয়া দেখ। mmmmmmmshause