পাতা:প্রেম-ভিখারিণী.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ পরিচ্ছেদ । এখানে কমে ক্রমে বোগাব অবস্থা উন্নত্ত্ব হইতেছে দেখিয়া সকলেই আশ্চর্যা হইতেছেন। যাশ শিবের অসাধ্য, তাঙ্গ কি প্রকারে সম্ভবপৰু হইতে পারে – শ্বশীনস্থ সকলেরই মনে এই চিন্তার উদ্রেক হইতেছে। ব্রহ্মচাৰী ৰোগীব শুশ্ৰুষার নিমিন্ত যখন যে দ্রব্য প্রয়োজন ৩াঙ্গ আদেশ মত প্রাপ্ত হইতেছেন--এই নিমিত্ত বহ্মচারীর কোন বিষ্ণভােব নাই। নবেঞ্জ রোগীর অবর্তমানে ক তই ক্ৰনাণ করিড়েছেন, ক চই দুঃখ প্রকাশ করিতেছেন। uদবেন্দ্রনাথ না থাকিলে নরেন্দ্র উন্মাদ হইতেন । সরোজিনী জীবন লাভ করিবেন, এ আশা এক মুহূৰ্ত্তেব জন্ম কাহারও অন্তঃকরণে উদয় হয় নাই, কিন্তু দেখিতে দেখিতে বোগীর দুৰ্ব্বল শরীরে নব বল সঞ্চার হইল ক্রমে উত্থান-শক্তি পাগু হইলে পর—এক দিন ব্রহ্মচারী মহাশয় নির্জনে নরেন্দ্রবে সে স্থান পরিত্যাগ করিতে আদেশ করিলেন। কারণ রোগীর অবস্থা বিকৃত হইতে পাবে। নরেন্দ্র এক্ষণে এক অভিনব বল প্রাপ্ত হইয়া স্বীয় কাৰ্য্যক্ষেত্রে অগ্রসব হইলেন। নবেন্দ্র, পিতার কাল হওয়া পৰ্য্যস্ত সংসাবের কোন ও খবর জানিতেন না— এক্ষণে মধ্যে মধ্যে ডায়মণ্ডইtার হইতে স্বদেশে যাই ৩ আরম্ভ কবিলেন । কালীকুমাবের বিষয় সম্পত্তি অগাধ—এজপ্ত নরেন্থ বিষয় সম্পত্তির একটা মুবন্দোবস্ত করিলেন -কিন্তু বিষয়ের অধিকাংশ আয দরিদ্রসেবার জন্য নিদ্ধারিত করিলেন । বৃদ্ধ কালীকুমারের ইচ্ছা ছিল নবেন্দ্রের বিবাহ দেখিয়া যান । কিন্তু নরেন্দ্ৰ ইচ্ছাপূৰ্ব্বক তাহার সে সাধ পূর্ণ হইতে দেন নাই ।