পাতা:প্রেম-ভিখারিণী.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8 প্রেম-ভিখারিণী । তাড়াইয়া দিবার অবসর অন্বেষণ করিতে লাগিলেন। তখন জাউড়াৱ একটা বড় অভিমান জঙ্গাইল। একদিন বিধু সমেত একদল একত্র হইয়া বলি, প্রতিজ্ঞ কর-শস্তুলাল ভট্টাচার্য্যের সর্বনাশ করিতে হইবে । শাল শম্ভু এত বড় কথা বলে যে আমাদিগকে এস্থান হইতে উড়াইয়া দিবে। এই প্রকারে বালকদিগের বল, সাহস, ক্রোধ হিংসা ঐকগুয়েমি প্রভৃতি এতই বৃদ্ধি পাইতে লাগিল যে দেশের লোক আর টিকিতে পারে না। ক্রমে পাড়ায় পাড়ায় জিমন্তাষ্টিক আরম্ভ হইল । নিকটস্থ অন্যান্য পল্লিতেও আরম্ভ হইল। তখন পাড়ায় পাড়ায় দেশে দেশে ঝগড়া বিীদের অনিবার্ঘ্য স্রোত বহিতে লাগিল। কেবল মারামারি পেট্ৰপিট দাদা হাঙ্গামা এই লইয়া সে অঞ্চলের বালক এক যুবক,প্রভৃতি স্কুলের ছাত্রের উন্মত্ত হইল। প্লামসাগর সর্দারের মা বড় বিখ্যাত প্রাচীন । তাঁর বয়স একশত ছাপায় নাই কিন্তু সে হাট বাজার এবং দু এক খান কাজ কৰ্ম্ম করে। সে এ দিকে বেশ}মান্থশ ; কিন্তু তাহার সম্মুখে এক চোখ দেখাইলে আর উপায় নাই , প্ৰহলাদ, বাপের ভয়ে বাহির হইতে পারে না। প্রহ্লাদের বাপ তাহাকে হাতে হাতে জব্দ করে। আজ সে বাপকে ফাকি দিয়া রাস্তায় প্লাস্তায় নিৰ্ভয়ে বেড়াইতেছে। প্ৰহলাদ একটা শির্শ দিবা মাত্র তিনজন স্বালক হাজির ৷ এই সময়ে রামসাগর সর্দারের মা বাজার হাট করে গৃহে আসিতেছিল। প্রহ্লাদ এক চোকে হাত দিয়া বলিল—এই দেখ বুঢ়ী। বুঢ়ী একেবারে আগুন। বুঢ়ীকে খেপাইয়া, ঐ কে আচে বলিয় তাহার ভো করিয়া ছুটয় পলাইল। ব'হাৱা আদিতেছিলেন তাহারা পূর্বের স্কুলের মাস্টার। বুঢ়ী রেগে জলে গেছে--এদের কেউ নাই রে—যে ক্লদ করে ? পাঠ শালার গুরুমহাশয়ও নাই ? এই রূপে সে ক্রমাগত বক্ষিত্বে আৰু