পাতা:প্রেম-ভিখারিণী.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

战° প্রেম-ভিখারিণী । منسشاة গৃহেৰ ভিত্তর তাহার কন্যা, বহুকালের পুরাতন একানকিদারার উপর বসিয়া পুস্তক পড়িতেছিলেন। পড়িবার স্বরে ঘর ফাটিয়া যাইতেছিল এবং পা দোলাইবার দৌরাত্ম্যে কেদার খানি স্ব-কণ্ঠে ক্যাচ কোচ শব্দে স্বীয় পরিণাম অবগত করিতে ছিল। পড়িবার ৪ স্কুর একেবারে সপ্তমে চড়িয়ছিল। চরিতাবলী ভূগোল, পদ্মপাঠ প্রভৃতি গ্রন্থ পড়া শেষ হইল। এইবার (ফাষ্টবুক রিডিং ) ইহাও মুর ধরিয়া আরম্ভ হইল ( ওয়ান মণি আই নেটে লেম্মান ইন এ লেন ক্লোজটু মাই ফৰ্ম্ম ) ইংরাজী পড়াও শেষ হইল। পুস্তক মুজীবারও শব্দ হইল। বালিকা তথাপি সুর ধরিয়া--"আমার পড়া সাঙ্গ হ’ল। বালিকা হাসি ভরা মুখে—বাবা আজ আমাদের পরীক্ষা ? শঙ্কু। ভাল, ভাল—ত মায়ের আমার হাতে মুখে এত কালী কেন ? কন্ত। বাবা আমি ইংরাজী লিখতে শিখেছি। আমাদের পরীক্ষা । আমি এখনি খেযে স্কুলে যাইব । বালিকার আজ পরীক্ষার দিন-বড়ই আনন্দ। লিখিা লিথিয় হাতে কালী লিপ্ত হইয়াছে । আঁচলের স্থানে স্থানে কালী, মুখেতেও কালীর দাগ পড়িয়াছে। প্রভাত হষ্টতে বেল দ্বিপ্রহর পর্যন্ত পড়িয়া পড়া সমাপ্ত হইল। এইবার আহারাদি কবিয়া স্কুলে যাইতে হইবে। “ম আমায় ভাত দাও”-মাকে ডাকিয়া বালিকা গুহ হইতে থালা লইয়া ছুটয় রন্ধন শালায় গেলেন । ইত্যবসরে ব্রাহ্মণী আসিয়া শিরে করাঘাত করিয়া বসিয়া পড়ি. লেন। বলিলেন-উপায় । # শম্ভুনাথ সমস্তই বুঝিতে পারিলেন। মাতা চক্ষে হস্ত দিলেন। শম্ভুনাথ মুখ ফিরাইলেন ; তাছার আশ্রধার, বৃক্ষস্থলে জাগিয়া স্বেদ ধারায় মিলিল। শম্ভুনাথ বলিলেন, গীক সালে বাটতে নানা পাৰি পাই 馆ts目