পাতা:প্রেম-ভিখারিণী.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९२ ' ,প্রেম-ভিখারিণী । هالید سموپلاسم لمه ভুলিতে ভূদিতে নাজেহাল। হঠাৎ "অতিরিক্ত জল খরচ দেখিয়া দাসীদিগকে মিষ্ট মিষ্ট কথা শুনাইল। তখন দাসী-মহলে যুদ্ধ বাধিল । সী, পী, বিী প্রভৃতি সমরে প্রবৃত্ত ! বাটীৰ গিরি নিকটস্থ এক দাসীর বল সাহাবাে বহু কষ্ট ফুয়ােখান করিয়া হস্তদ্বয় পশ্চাতে ধরিয়া হেলিতে হেলিতে, দুলিতে দুলিতে উপস্থিত। গিন্ধি যুদ্ধক্ষেত্রে হস্ত দাড়িলেম, মুখ নাড়িলেম,—তাহাতে নাকের নখ নড়িল, কানের গহনা ছলিল, হাতের বাউট এবং চুড়ী প্রভৃতির ঝুম্ ঝুম্ শব্দ হইল। তিীি মৃদ্ধ গম্ভীর স্বরে হস্ত বিস্তাব করিয়া এই কথা বলিয়া নিস্তব্ধ হইলেন,--বাছার গৃহস্থের বাটী-ঠিক্ দুপুত্ব বেলা—একটু থাম। একটী বালক রন্ধনশালায় এক বধূকে আহারে প্রবৃত্ত দেখিযা, সবিস্ময়ে ই করিয়া আছে। গিন্নি ঠাকুরাণীকে দেখিয়া, আজি ধে জামাদের ছুটি। অদূরে এক চাকর, বাটাব কর্তাকে তেলে চুপাইরা দলিতে আরম্ভ করিয়াছে। হেমন্তকুমাৰ'হ' বুজাইয়া, কর্তাকে বাব বাবা ৰলিয়া ডাকিতে ডাকিতে তথায় উপস্থিত। যাহা বলিবার ছিল, দৌড়াইবার সময় তাহা ভুলিয়া গেল। নরেন্দ্র মধ্যয়কালে আহার সমাপন করিয়া বাটীর ভিতব কাৰ একটা গৃহে বসিয়া পান চিবাইতেছেন। সন্মুখে দুইটী খোকা বাৰু মুখ চেয়ে চেয়ে হাসিতেছে । একটা বিড়াল আহারান্তে থাব পাতিয়া বিশ্রীম করিতে বসিল। নরেন্দ্র মুখ ফিরাইয় তাহ দেখিলেন। নজের চিন্তু সৰ্বাই বাতাতে পরিপূর্ণ। মনে বিমাৰ আন নাই। কাৰ্য্যক্ষেত্রে উৎসাহ নাই, সৰ্ব্বদা মির্জন স্থানে থাকিতে তাল ৰাসেন । কাহার জন্ত নরেন্সের মুখ-কমল দিনে দিনে বিগুঞ্জ হইতেছে ? কাহার জন্ত এক প্রতিমা রূপিণী বালিক, এক অপরিণত দ্বগ্ন বালিক, যাহার মুখখানি বিকাশ উন্মুখ কুমুম কলিকার স্থায়