পাতা:প্রেম-ভিখারিণী.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७ প্রেম-ভিখারিণী। ভাবিক প্রতিকৃতি দেখা দিল। কি যেন একটী মুদুর চিন্তার পশ্চাৰবর্তী হইতে হইল। চাহিয়া আছেন—কিন্তু দৃষ্টি শূন্তভাবে, মুখে কথা নাই। নয়নের সম্মুখে সে মূৰ্ত্তি ভাগিয়া বেড়াইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে যখন ছ এক বিন্দু অগ্রবরিয়া পড়িল, তখন মুস্পষ্ট প্রত্যক্ষ করিতে লাগিলেন ;–দেবী প্রতিমাবৎ পরম সুন্দরী এক প্রেমময়ী "প্তি। আলুলায়িত কল্প কেশরাশি আশে পাশে এব" পৃষ্ঠদেশে চতুর্দিৰে বিলম্বিও সেই কেশগুচ্ছ স্থান দুষ্ট হইয়া মুখমণ্ডলের সৌন্দৰ্য্যবৰ্দ্ধন করিতেছিল। নরেঞ্জর চক্ষু সেই দিকে। বালিকা হঠাৎ চঞ্চলতার সহিত র্তাগর বিশৃঙ্খল চিকুরদাম বাহুযুগল দ্বাবা মুপবিষ্কৃত করিলেন ;—তখন কেশ রাশিব মধ্য হইতে নবীন মুকোমল ফুল্লশধর-হান্ত-সদৃশ বদন প্রকাশিত হইল। যেন অমানিশাস্তে শারদীয় চঞ্জিমার প্রকাশষণ, প্রতীমমান ফ্রইল । নরেন্দ্র, বালিকাব মুখপ্রতি নিৰ্ণিম্যেনেত্ৰে চাহিয়া বহিলেন বালিকা সবলতা মাখা দৃষ্টি৩ে নবেঞ্জয় প্রতি ক্লাহিয়া দেখিলেন, তাহার প্রতি মরেন্দ্রেব স্বস্নিগ্ধ কটাক্ষ। বালিকার মুখমণ্ডলে লজ্জার চিত্ব প্রকার্টড হইল, তিনি মস্তক অধন ও কবিলেন। নরেন্দ্র কছিলেন সরোজিনী তুমি কোথায় আসিযtছ ? আবার আমার নিকট কি জন্ত আসিফাছ ? তিনি ক্ষণকাল নরেঞ্জর মুখপ্রতি চাহ্যিা রহিলেন, আবার মস্তক নত করিলেন । নরেন্দ্র দেখিলেন, তাহাব নয়নদ্বয় ছল ছল করিতে লাগিল । মুখখানি ঈষৎ বিকৃত হইয়া লজ্জাবতীর ন্যায় অবনত হইয়া পড়িল । নরেন্দ্র কছিলেন-আচ্ছা তুমি চেষ্টা করিলেও কি একদিন সাক্ষাৎ করিতে পারিতে মা ? সরে। বিধু কি অপবাদ দিয়াছে, তজ্জন্ত বাৰ বাটীর বাহির দুইতে নিবারণ করিয়াছেন।