পাতা:প্রেম-ভিখারিণী.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

' প্রেম-ভিখারিণী। ९** কবিয়া খুঁকিতেছে, পরিশ্রান্ত জীব জন্তু শ্ৰান্তি গ্রীকরণার্থ নিঃশা পদবিক্ষেপে বৃক্ষ ছাষাভি মুখে অগ্রসর হইতেছে। মধ্যাহ্নকালে সেই প্রতপ্ত রাজ পথ বাহিষা একটি বালিকা চলিযাছেন। সৰ্ব্বশৰীৰ ঘৰ্ম্মসিক্ত। পথের ধূলি সকল মধ্যাহ্ন বৌদ্রে অনলেৰ স্তায় প্ৰজলিত। বায়ু অগ্নি লিঙ্গবৎ—সেই লিমিশ্রিত বায়ু বো বৌ শব্যে বহিতেছে। পথের উভয় পার্শ্বস্ত বৃক্ষেব গাত্রে সেই ধূলি প্রলেপিত হইতেছে, এখানে পথিকের দেহকাস্তিকে মণ্ডিত করিতেছে। সরোজিনী সেই অনল সদৃশ ধূলিব উপব দিয়া ৰাইতেছেন—কেমন চরণদ্বয় পূডিয়া যাইতেছে। অতি কাতৰ ভাবে এক একবার চরণ উত্তোলন করিতেছেন। তাহাতে মুখশ্ৰী বিকৃত হইতেছে—নবেদিত সুৰ্য্যের স্থায় আরক্ত আভাবিশিষ্ট গণ্ডদ্বয় কুঞ্চিও হইতেছে । মুখখানি নির্জল কমলবৎ বিশুষ্ক ষ্ট্যোছে। সরোজিনী গৃহে উপস্থিত হইলেন। মাতা অতি কষ্টে কোনরূপে সে দিন চলাইলেন। তিনি বালিকার মুখেব দিকে চাহিয়া দেখিলেন, তাহার মুখখানি শুকাইয়া গিয়াছে চক্ষুদ্বয় ছল ছল করিতেছে ! কহিলেন, সরোঞ্জিনী মা আমার । সরোজিনী কহিলেন, কেন মা সজল নেত্রে। মাতা। ম, আমি যদি মবিয়া যাই তাঁহা হইলে আর এ দৃশু দেখিতে হৰ্ষ না । সরো। মা, প্রতিদিন ত আহাব করি এক এক দিন আহার না কবিলে কি হয় ? আমি এখন স্কুলে যাই—আজ আমাদের পরীক্ষা । মাতা। সে কি মা ? কত কষ্ট হইতেছে-মাজ আব স্কুলে क्षॆिशां कष्तॄ्रं । 影 সরে। না , আজ আমাদের পরীক্ষশমি নাই। बौकJ या cशंक इः ग्रंशिष्ट्रांहि वीर