পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీని প্রেম-ভিখারিণী । একবার স্বাদগুষ্ঠ গ্রামে কতকগুলি পাত্রী সাহেব আসিয়াছিলেন। কোথা হইতে এই মহাত্মাদিগের আবির্ভাব হইয়াছিল অবগত নছি। পাষ্ট্ৰীপুঙ্গব সমীপে অক্ষয়বাৰু দেশের মুখপাত্র হইয়া ইংরাজি কথা কহিষাছিলেন, দেশের লোক তাহা দেখিয়া চমকিত হইয়াছিল— বারে কি ক্ষমতা। শিক্ষিত ব্যক্তির বিদেশে থাকিতেন। পাস্ত্রী সাহেবদিগের ইচ্ছায় এবং অক্ষয়বাবুব যত্নে তদবধি দ্বাদগুস্ত গ্রামে এক বালিকাবিদ্যালয সংস্থাপিত হইল। পাদ্রীদিগের ধৰ্ম্ম প্রচাবের ইহা অন্তবিধ উপায় । অক্ষয়বাবু মনস্থ করিয়া বিদ্যালয়ের এক শিক্ষক নিযুক্ত করিয়াছিলেন,-আমাদের বলিতে অব লজ্জা নাই—“বিধুভুষণবাবু।” বিধুভূক্ষ্মণেব অসাধারণ গুণ এবং অলৌকিক পাণ্ডিত্য দেখিয়া নরেন্দ্র কুমার আশ্চৰ্য্য হইয়াছিলেন । নরেন্দ্র যখন কলিকাতাষ পাঠাভ্যাস কবিভেন, বাটতে আসিলে অগ্ৰে বালিকাবিষ্ঠালয় দর্শনার্থ গমন করিতেন। একদিন মরেন্দ্র হঠাৎ এক অত্যাশ্চৰ্য্য অনিৰ্ব্বচনীৰ ব্যাপাব দেখিয়া বিস্তৃত হইয়াছিলেন। । নরেঞ্জ সধবা সরোজিনীকে জিজ্ঞাসা করিয়াছিলেন,—সত্য করিয়া প্রকৃত ঘটনা বল ।” সরোজিনী কহিয়াছিলেন, আমি জানি না কি জঙ্ক পণ্ডিত মহাশয় আমাকে ডাকিয়া পাঠান, কিন্তু আমি কখনও তাছার নিকট যাই माहे । নরেন্দ্র, তখন ব্যাপাব বুঝিলেন এবং দেবেন্দ্রনাথের নিকট সকল ব্যক্ত করিলেন। দেবেন্দ্রনাথ কর্তৃপক্ষীবদিগের দ্বারা বিধূকে তাড়াইয়া দিয়া সেই স্থানে মতিবাবুকে নিযুক্ত কৰিলেন। মতিবাৰু বিদ্বান, চরিত্রবান এবং ধাৰ্ম্মিক ! দেবেন্দ্রনাথের সমবয়স্ক। মতিবাৰু নুপুঞ্জৰ স্বদগ্গ গঠন-মুখখানি হালি হালি। ইনি বড়ই কাৰ্য্যতৎপর।