পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । 'LA সরোজিনী চুম্বন করিয়া, মুখখানি তুলিয নরেঞ্জের দিকে স্থির দৃষ্টিতে চাহিলেন। নরেন্স কছিলেন –কথা কও, শুধু চেয়ে থেকে কি হবে ? সরোজিনী বক্‌ বক্‌ কবিয়া কত কি বলিলেন। নবেন্দ্র কহিলেন-খাম, কি পাগলেব মত বকিতেছ ? নরেন্দ্র ভালবাসাব কথা কহিতে এবং শুনিতে চান। নরেন্থের কথা গুনিয়া, সরোজিনীৰ হাসিত মুখখানিতে একটি বিষাদ-বেথা পড়িল। সবোজিণী বিষগ্নগুবে মুখখানি গম্ভীর করিয়া কাদ কাদ ভাবে কঠিলেন—“তুমি হয় ত আমাকে তেমন ভালবাস না । ইহাতে নরেন্ত্রেব মুখে র্গসি আসিল। সরোজিনী অপ্রতিভ হইয়া পূৰ্ব্বাপেক্ষ আবও একটু গষ্ঠীর ফইলেন। নরেন্দ্ৰ কহিলেন "সবোজিনী।” সরোজিনী কথা কহিলেন না । নবেল, তাহার কোমল হাত দুখানি হাতেব ভিতর ধবিধা মুখের দিকে চাহিয়া--"কি হয়েছে সবে, বলিবে না ? সবোজিনী চপলতার সহিত বলিলেন—“আমার আজ রাগ হযেচে ।” নরেন্স, তাহার সদানন্দময়ী মুখখানির উপর একটা চুম্বন করি লেন। সরোজিনীর মুখে আবার হাসি আসিল, নরেন্স তাহ দেখিয়া প্রফুল্ল হইলেন। আর একদিন উভয়ে একত্র বসিয়া আছেন, তখন সন্ধা হয় নাই, উভয়ে উভয়ের মুখ নিরীক্ষণ করিতেছেন। পবপর হাসিতে হাসিতে মনের কথা গুলি গ্রাণের সহিত ব্যক্ত করিতেছেন। নরেশ্ন কছিলেন আচ্ছা সরোজিনী, বাল্যপ্রণয় কখন ন ৰয় কি বল দেখি ? . . "