পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী। 83 ব্রাহ্মণী । তা কি হবে ? তা বলে বাৰু তার সঙ্গে ও বিবেচনা করতে হবে না ? ব্রাহ্মণ । যাহাদিগকে কথা দিয়াছি তাহার কেবলই হাটহাট করিতেছে ?--বেচারারা হেটে হেটে নাকাল কয়ে গেল—গিরি ঠাকরোণের আর মত হয় না। ব্রাহ্মণী। ঠাকরেীণ কিছুই জানে না—তোমার যা ইচ্ছা ঠাই করে গে । ব্ৰাহ্মণ । আমরা ভদ্রলোক-আমাদের এক কথা দ্বিরুক্তি করিতে পারিব না । ব্রাহ্মণী পার্থের গৃহের গবাক্ষদেশে দেখিলেন র্তাহার কন্ত| বিষন্ন বদনে বসিয়া আছেন । 輸 মাতা। তোমার বিবাহের কথা হইতেছে-গুনিয়াছ ? মেয়ে। এই মাত্র শুনিলাম। মাতা । কেন মা কাতর স্বরে কথা কহিতেস্থ ? মেয়ে। না মা কাতর হব কেন ? মাতা । তোমার মুখখানি শুষ্ক কেন ? চক্ষু জুটি ছল ছল করি তেছে কেন মা ? মেয়ে। না মা—এই দেখ আমি হাসিলাম । একটু মৃদ্ধভাবে হাসিলেন কিন্তু তাহ বড়ই নিদারুণ । মাতা অতি সামান্ত মাত্র বুঝিয়া গৃহকৰ্ম্মে মন দিলেন। সরোজিনী বিবাহের কথা শুনিয়া নির্জনে অশ্রু বিসজ্জন করিক্তে ছেন—গৃহকৰ্ম্ম ভাল লাগিতেছে না। পাঠক মহাশয় অবগু বুৰিঙে পারিলেন, এ বিবাহ নছে—মহাকাল । সম্ভ দ্য ইয় ধায়, সরোজিনী এখনও সেই একাসনে বসিয়া আছেন—ৰি চিন্তা করিতেছেন, চিন্তা করিক্তে করিক্তে