পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 প্রেম-ভিখারিণী। বিষয়ী, চক্‌দার, জমীদার, তালুকদার প্রভৃতিব ক্ষমত, বীৰ্য্য, অহঙ্কার, যশ, মান, ঐশ্বৰ্য্য প্রভৃতি ঐ মুন্ধর বিস্তৃত ভূমীখণ্ডের উপর এবং কৃষকগণেব শক্তি সামর্থ্যের উপর। ঘৃণিত তাহারাই, যাহারা ধনের জন্ত অহঙ্কার করিয়া থাকে। এই সকল স্থান হইতে শস্ত এবং ফসলাদি লইয়া বড় বড় জমীদার এবং তালুকদারদিগের উদর পূর্ণ হয়। এ সকল অঞ্চলে ডাক্তার নাই এমন নহে, এই সকল গ্রাম ছাড়িয়া দূরবর্তী একটি গ্রামে গবৰ্ণমেণ্ট কলেজের উত্তীর্ণ এক ডাক্তাব আছেন, কিন্তু তাহার দয়াশীলতা এবং কাৰ্য্যতৎপরতার পরিচল প্রাপ্ত হইলে বিশ্বত হইতে হয়। গ্রামে প্রবেশ করিয়া অগ্রে টাকার কথা কহিয়া লন—ভালই কিন্তু এ বাজারে টাকা ছাড়িয়া এক আধলী স্কৃন্বেষণ করিলেও কৃষকগৃহ হইতে বাহির হয় না। তা ব’লে ছাড়ে কে ? ডাক্তারের মোৰ্যম পড়িয়াছে। কামনা সাধনা করিয, যে সুবিধা বৎসরের সকল সময় পাওয়া যাইত না সে সময় সুদীর্ঘকাল ব্যাপিয়া লোকের ঘরে ঘরে বিরাজ করিতেছে। কৃষকমণ্ডলী পরামর্শ করিয, বহু সাধনের পর এক ডাক্তারকে একটী গ্রামে আনিল, কৃষক পরিবারের আনন্দের কোলাহল পড়িল । বাঢ়িবে—বাচিবে, ডাক্তার আসিয়াছেন-বাচিবে। কিন্তু ডাক্তার যে সৰ্ব্বনাশ করিতে আসিয়াছেন তাহ তাহারা বুঝিল না। ডাক্তার টাকার দাওয়া করিল, টাকা নাই, কি দিবে ? পরে ধান চাউলের কথা—জ তুলিয়া সঙ্কেত করিলেন। কিন্তু সে কয়ট ছাড়িলে দুগ্ধপোস্য শিশুর উপায় কি হইবে ? শিগুপ্তশ্বর পরিবর্তে শষ্ঠেয় কং খাইয়া জীবন ধারণ করে। মাত কাদিতে কঁাদিতে সঙ্কজাত শিশুর মুখে শস্তের কং नःिष्यश्न-*ि७ भूथं ফিাইবা অস্বীকার করিতেছে। সেই বােধ শিশু-বারে বলে বুঝিবেগ, যার দিকে চাহিয়া হৃদরোচ্ছাস, দেখাইলে দেখিবে না -