পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । 86: তার মুখে কং চালিতেছেন, আর উচ্ছসিত বাম্পে রুদ্ধকণ্ঠ হইয়া বলিতেছেন-যাদুমণি কাল আর এ জল পাইবে না। ঐ দেখ যাই ডাক্তার আসিয়াছেন—সব লইয়া যাটবেন। মাত অগত্য সকল হাড়ি কুড়াইয়া যৎকিঞ্চিৎ চাউল ডাক্তপরের ভিজিট স্বরূপ প্রদান করিলে পর, তবে ডাক্তার হস্তধারণ করিলেন , ডাক্তাব মোৰম বুঝিযা-চাউলের দর ক্রমেই বৰ্দ্ধিত হইতেছে দেখিয়া, সম্বৎসরের আয়োজনার্থ ভিখারির ঝুলি ঝাড়িয়া, গান্ধী বোঝাই দিয়া, স্বদেশ উদ্দেশে পাঠাইতেছেন। হা কৃষক জাতী! এ কুর্দিনে তোমাদের অবস্থা কেউ দেখিল না। তোমরা শত শত দেশের অন্ন যোগাষ্ট্যা থাক, আজ তোমাদের এ বিপদে কেউ সহায় হইল না। দুৰ্দ্দান্ত নীচাশয় চগুলি প্রকৃতিবৎ ডাক্তার। দয়া জায়া শূন্ত হইয়া—গরিব কৃষকের বুকের উপর পা দিয়া, তাদের কণ্ঠে ছুরি পুরিতে আসিয়াছ ? সপ্তজাত শিশু যে মুষ্টির উপর নির্ভর করিয়া দিন যাপন করিতেছিল, ভীষণ রোগযন্ত্রণাগ্রস্ত রোগী যে কয়ট চাউলের দিকে লক্ষ্য করিয়া দারূণ যন্ত্রণ হইতে প্ৰবোধিত হইতেছিল ;–ডাক্তাব। পাষাণখও । চণ্ডাল! কি করিলে? কাড়িয়া লইলে ? শত শত মরিবে, আর তোমার মুদীর্ঘ লম্বোদর পূর্ণ इहेrव ? बड़* झर्मिन-फफूर्गिक श अन्न । शं अन्न ।। 4हे भtस श्रृं★न ভেদ হইতেছে। কোন কোন ভদ্র পরিবারে এক আধ দিন উপবাস চলিল। কৃষক মণ্ডলীর দুর্দশার অবধি নাই। চারিদিকে হাজার হাজার লোকের অনাহার বিঘোষিত হইল। তখন গবৰ্ণমেণ্টের দৃষ্টি পড়িল । কিন্তু তাছাত্ত্বে যথোচিত ফল ফলিল না। সম্প্রতি দেবেঞ্জ নাথ স্বদেশের ইংরাজী স্কুলের বনোবিস্ত করিয়া, স্থিা, প্রজারূর্গের সাহায্যের নিমিত্ত প্রাণপণ ড়ে খাটতেছেন।