পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

きも প্রেম-ভিখারিণী । দেশে দেশে গ্রামে গ্রামে চাউল বিতরণ করিতেছেন। স্থানে স্থানে অন্নছত্র খুলিব দিয়াছেন। দেবেন্দ্রনাথ স্বয়ং খাটির শেষ করিতে পারিতেছিলেন না। এজন্য মতিবাবু এবং নরেঞ্জকে কোন কোন গ্রামে বিতরণেব ভার দিয়া কতকটা সচ্ছল হইতে পাবিয়াছেন। নরেন্দ্র এবং মতিৰাবু তাহার দক্ষিণ হস্ত চাদ তুলিপ্ত এ সকল কাৰ্য্য সমাধা হইয়া আসিতেছে ; সুতৰাং দেবেন্দ্রনাথের আবও কতকগুলি চরিত্রবান লোকের প্রয়োজন। দ্বাদগুষ্ঠ গ্রাম হইতে এইরূপ ধৰ্ম্মনিষ্ঠ যুবকের আশা কবিয়া, তিনি এজন্ত যৎপবোনাস্তি পৰিশ্ৰম করিযাছেন দেশীয় যুবকেৰ এই সকল সাধু অনুষ্ঠানে নিযুক্ত হইবে,—ইহা দেবেন্দ্রনাথেব প্রাণগত ইচ্ছা । এজন্ত দেবেন্দ্রনাথ এই সকল অঞ্চলের বালক এবং যুবকদিগের জন্ত, অবসর পাইলেই খাটতে থাকেন। দেবেন্দ্রনাথ কলিকাতা এবং ইহার নিকটস্থ স্থানের ধনী লোকদিগের সাহায্যে এই সকল ছুর্ভিক্ষ প্রপীডিত লোকদিগকে কথঞ্চিৎ শান্ত করিতে পাবিতেছেন, এজন্য সে অঞ্চলের প্রত্যেক গরিব লোক তাহাব প্রতি আশ্বস্ত হৃদযে চাহ্যি থাকে। দ্বাদগুন্ত গ্রাম এবং ইহার চতুঃপার্শ্ববৰ্ত্তী গ্রাম সমূহে চাউল প্রভৃতি বিতরণের জন্ত, লরেঞ্জেব উপব ভারার্পণ করিয়া দেবেন্দ্রনাথ ডায়মগুহাৰ্ব্বারে গমন করিয়াছেন। নরেন্দ্র প্রতিদিনের মত চাউল এবং অর্থ বিতরণ কবিতে যাইতেছেন, হঠাৎ দেখিলেন ভাণ্ডার সংকীর্ণ হইয়া আসিয়াছে । নরেন্স কপালে হাত দিলেন—ভাবিলেন এক্ষণে কৰ্ত্তব্য কি ? ইত্যবসবে মতি বাৰু তথায় উপস্থিত হইলেন । উজ কিংকণ কথাবার্জ করি, মঙ্গে মতি বাবুকে কছিলেন, দেখুন ভাঙা ত ইয়াছে। ক্ষেত্রে ইহা কিছুই জানেন এ