পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । 8ሞ দিকে সাহায্য গ্রহণেচ্ছুক ব্যক্তির সাহায্য প্রার্থনা করিতেছে। এক্ষণে কৰ্ত্তব্য কি ? উভয়ে পরামর্শ কবিয়া, দেবেন্দ্রনাথের জন্য ডায়মগুহাৰ্ব্বার যাত্রা করিলেন। দ্বাদগুন্ত গ্রাম হইতে পশ্চিমে হাগবামট রেলে যাত্র করিলেন । তথাষ দেবেন্দ্রনাথের সহিত উভযের সাক্ষাৎ হইল । প্রথমেই টাকা এবং চাউলের কথা প্রস্তাব হইল। দেবেন্ত্রনাথু চমকি উঠিলেন, ত্ৰিন জনেই চিন্তা করিতে লাগিলেন । দেবেন্দ্রনাথ কহিলেন এক্ষণে কৰ্ত্তব্য কি ? নবেন্দ্ৰ কহিলেন, সাহায্য গ্রহণেচ্ছুক ব্যক্তিগণ আমাদের অপেক্ষায় আছে । দেবেন্দ্র। কোন উপায়ে অন্ত কেবল চাউল বিতরণের বন্দোবস্ত কর, তাব পর স্বতন্ত্র বন্দোবস্ত হইবে। গ্রাহক সংখ্যাঙ্কত হইবে ? নবেন্দ্র । কিরূপে বন্দোবস্ত হইবে ? ভাণ্ডার একবারে শুষ্ঠ চুইয়াছে । অগণ্য গ্রাহক, এক্ষণে উপায় । দেবেন্দ্র । এত অধিক লোক সাহায্য প্রার্থনা করে ? মতি। দেশের অবস্থা ভযানক, শোচনীষ । বহু সংখ্যক ভদ্র, লোক সাহায্য প্রার্থনা করে। আমি জানি, এক ভদ্র পরিবারের ভযানক দুর্দশ আরম্ভ হইয়াছে । দেবেন্ত্র । কিরূপ? নরেন্দ্র । কিরূপ? মতি । দুই বেলা অনাহার। এক বৃদ্ধ ব্রাহ্মণ বড়ই ৰিপদস্থ হইয়াছেন, পেটের দায়ে টাকা লইয়া কন্যা বিক্রয় করিতে প্রস্বত্ব प्लेहेच्नेछ्न | মৃতিবাবু শম্ভুনাথ ভট্টাচার্ঘ্যের সহিত বিধুৰ প্রেরিত লোক দিগের