পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । & আসিতে পারে নাই। চারিট বাজিয়া গেল এখনও আসিতেছে না কেন ? নরেন্দ্র স্থির করিতে না পারিয়া চিন্তা করিতে লাগিলেন। উঠি, উঠি মনে করিতেছেন-কিন্তু অৰ্দ্ধ ঘণ্টার মধ্যে আর উঠিলেন, ম। ভৃত্য আসিয়া খাবার দিয়া গেল। হেমন্ত আবার বাটীর ভিতর হইতে আসিয়া, দাদার পার্থে এবং খাবারগুলির সম্মুখে দাড়াইলু । কোমল হন্ত স্থখানি দ্বার, নরেন্দ্রর মুখ খানি ধরির অসঙ্কুচিতচিত্তে এবং মুক্তকণ্ঠে বলিল,—“দাদা ভাইটি-খাবে না” ? হেমন্ত পুনরায় খাবারের দিকে চাহিয়া ছাড়াইল। নরেন্দ্র একটু হাসিলেন । কিন্তু, তাহা মেঘোয়ুক্ত শশীর ষ্ঠায় ক্ষণস্থায়ী । নরেন্দ্রর পাঠাগারে মতিবাবু আসিবামাত্র, মরেক্স সসন্ত্রমে গাত্রেীখান করিয়া তাহাকে স্থান দিলেন। মতিবাবুকে, ক্রমে বর্ণিত হইবে। মতিবাবু আসিবামাত্র নরেন্দ্রর সমাচার জিজ্ঞাসা করিলেন। মরেজ, উদ্বিগ্নচিত্তে—অথচ লজ্জাযুক্তমৃদ্ধ হাসিতে ২উত্তর করিলেন–“ভাল”। মতিবাবু সবিসয়ে নরেন্দ্রর মুখ নিরীক্ষণ করিতে লাগিলেন। দেখিলেন্স, বিন্ধু বিন্দু ঘৰ্ম্ম ললাটের উর্দ্ধ হইতে অধঃ পর্যন্ত চতুর্দিকে ব্যাপ্ত হইয়াছে। মতিবাৰু মরেন্দ্রর বিষৰ ভাব এবং সলজ্জ মৃদ্ধ হাসি দেখিয়া বিশ্বত হইলেন। পরস্তু বলিলেন নরেন্ত্রবাবু, আপনাকে কখনও বিষঃ হইতে দেখি নাই। অকস্মাৎ এরূপ চিত্তাধিত হইবার কারণ কিছুই বুঝিতে পারিতেছি না। মতিবাৰু দুঃখিত ভাবে জিজ্ঞাসা করিলেন—“আপনার কি হইয়াছে ?” छैद्धव्र -"क्डूिहे न” । হেমন্ত এক একবার দাদারও মুখের দিকে চাইতেছে। হেমন্ত অতিশয় ৰত্ন সহকারে দুই হন্তে একখানি চন্দ্রপুলি খাল হইতে উঠাदेथ। ५ली गप्रङ रखरत्र नम्ब्रजब वाम नबौष्ण नॅश्शब्लेबाइ छहै। পাইল। প্রয়াস বুখ হইল মা মাটী ইত্তে পা টিপিং টিপির বাই