পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ઉર প্রেম-ভিখারিণী । একশত কুড়ি পাইয়াছি। অবশিষ্ট্র দিগে, বোধ হয়, আর লজ্জা থাকিবে না । হা হা, হে হে! (উচ্চ হাস্ত ) বিধু। অবশু একথা আপনি বলিতে পারেন। বিধু এক দুই করিয়া আশি টাকা গণিয়া, বৃদ্ধের মলিন বসনে , বাধিয়া দিলেন। শম্ভুনাথ—স্বৰ্গমুখ তুচ্ছ বিবেচনা করিলেন। & বিধু হাত নাডিয়া চোক ঘুরাইয়া, মুখ বাকাইয়া, এবং জমী চাপিয বসিয়া নুতন কথা আরম্ভ করিল। “মশাই, দিন ত সন্মুখে, অক্ষয় বাৰু বিরক্ত কৰিতেছেন, আমি ভার লইয়াছি, অবশু আমাকে সমস্ত নিৰ্দ্ধারিত করিতে হইবে কি বুলন মশাই ?”

  • তা ত বটে ! “মনে করুন আপনি যদি এই সমস্ত কার্য্যের ভাব লইতেন,— অর্থাৎ উভয় পক্ষেব সমস্ত দায়িত্ব যদি আপনাকে গ্রহণ করিতে হইত ; তাছা হইলে কি ব্যাস্ত হইতেন না ?

শন্তু । তা ত বটে ! “স্থাঃ-কথা ছিল, এই মাসের মধ্যেই বিবাহ হইবে, তা দিন ত আর দেখিতেছি ন—তবে কাল বিলম্বের প্রয়োজন নাই। পরখ উনত্ৰিশে দিন স্থির করিয়াছি, আর দিন নাই তার পর অকাল কি বলেন ? শঙ্কু। তা ত বটে ! বিধু। কি মশাই ঠাট্ট না কি ? “তাত বটে’ ? কেন, বিবাহ কি দিবেন না ? শঙ্কু। না, ন-ভুলিয়া গিয়াছি, কি বলিতেছিলে । বিবাহ । বিধু। আজ্ঞা হ্যা t |