পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখাবিণী । Q○ শস্তু। তl, তা বিবাহ ! হ্যা দিন স্থির কর? শম্ভুনাথ। অতল জলে পড়িয়াছেন। এ দিকে নরেন্স তাহাকে বার বার অনুরোধ করিয়াছেন—“আপনার কস্তাকে ওরূপ খাবাপ পাত্রের সহিত কখনও বিয়ে দিবেন ন—তাহাতে আপনার নাম হইবে। আপনি আমাদের পুরোহিত, তাহাতে আমাদেরও কলঙ্ক আছে । অতএব ওরূপ পাত্রে কল্প প্রদান করা কখনও কৰ্ত্তব্য নহে ইত্যাদি ।” নরেন্দ্র এজন্ত অনেক লেক্চার দিয়াছেন, উপদেশের কথা শুনাইয়াছেন। শম্ভুনাথ প্রথমতঃ নরেন্ত্রের উপর বিরক্ত হইবাছিলেন, এখনও মনে মনে ভয়ানক বিরক্ত, গালাগালি দিতে পাবেন না ; কেন না যজমানের সন্তান-বিশেষতঃ বড়লোক ; তথাপি শম্ভুনাথ নরেন্দ্রর লেকচার শুনিয়া দুই চারিটা ষ্টি কথা শুনাই ছিলেন। বিধুর কথা অনুযায়ী শম্ভুনাথের বিশ্বাস হইয়াছে, নরেন্দ্র কর্তৃক সরোজিনীর নাম। যাহাহউক শম্ভুনাথ নরেন্দ্রর লেক্চার এবং উপদেশে ভুলেন নাই, কিন্তু যুদ্ধারায় ব্ৰহ্মাণ্ডের লোক ভুলিয়া যায়, শম্ভুনাথ পরিশেষে তাহাতে ভুলিয়াছিলেন। কে কি ? উত্তর। রোপেয়া । শম্ভুনাথ নিৰ্ব্বোধ নহে। নরেন্দ্র শম্ভুনাথের অবস্থার বিষয় জ্ঞাত থাকায়, টাকার কথা কহিয়াছিলেন, তাহ এইরূপ - "আপনার অবস্থা অসচ্ছল, যদি আমরা সাহায্য করিতে পারি তাঁহাতে প্রতিশ্রষ্ঠ হইতে পারেন" ? শম্ভুনাথের তাহাতে দৃঢ় বিশ্বাস হইল, এ বেটা লম্পট। বি{ ঠিক বলিয়াছে। নচেৎ টাকা দিতে চায়! নয়েঞ্জ বারংবার অর্থের প্রলোভদ দেখাইতে লাগিলেন।