পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

豊W。 প্রেম-ভিখারিণী । སོ༑ পড়া পজুক। এজন্ত তিনি বারংবার কহিয়াছেন—নরেঙ্গ ভাগতে কেবলষ্ট ঘাড় নিচু কবিয়া থাকিতেন। কালীকুমার সাম্যাল পিতৃ ধৰ্ম্ম পালন কবিতে পারিতেছেন না, তথাপি তিনি ৩৪ জন ঘটক ডাকিয়া পরামর্শ কবিয়াছেন। নরেন্দ্রর ঈদৃশ ঘটনা অবগত হইবামাত্র কালীকুমাল মহাশয় কালবিলম্ব অপ্রয়োজন মনে করিষ। তৎক্ষণাৎ নানা স্থানে ঘটক এবং ঘটুকী প্রেরণ করিলেন। নান স্থান হইতে সম্বন্ধ আসিতে লাগিল, দিন কতক মেয়ে-মহলে খুব আন্দোলন পডিল, কালীকুমারেব পুরী লোকে লোকারণ্য হইতে লাগিল, কথাব স্রোত বহিতে লাগিল। কিন্তু কিছুতেই নরেন্দ্রেব বিষন্নতা ঘুচিল না। কালীকুমার নিরূপায় ভাবিয়া,—ডাক্তার তলব কবিলেন। ডাক্তাব আসিফ হাত ধরিয়া নাভী টিপিলেন, বিছানাব উপব গুযাইযা বক্ষঃ পৰীক্ষা করিলেন, চক্ষের নিকট মুখ লইয়া গেলেন। ডাক্তার কহিলেন এ রোগ নহে । কালীকুমার নিকটে দাডাইয়াছিলেন, কহিলেন—তবে কি বল দেখি ? আহাবাদিতে রুচি নাই, শয়নে শান্তি নাই, দিব রাত্র বসিয়া কি ভাবিতেছে। কিছু বলেও ন—জিজ্ঞাসা করিলে উত্তরও দেয় না । কালীকুমার কছিলেন, “নর কি অসুখটা খুলিয়া বল দেখি— বুঝি। ডাক্তার বাবু এসেছেন, ব্যারাম আরোগ্য হইবে।” নরেন্দ্র ঘাড় নিচু করিয়া পায়ের নখ খুঁটিতে লাগিলেন। ডাক্তার বাবু কহিলেন,--যাতনা হয় ? নরেজ বিরক্তভাবে কছিলেন, মহাশয়! যেখানে শত শত রোগী চিকিৎসার অভাবে রোগ যন্ত্রণায় ছটফট করিতেছে-অকলে মৃত্যু মুখে পতিত্ব হইতেছে-আপনি কেন সেই স্থানে গিয়া জিজ্ঞাসা করুন নী-যন্ত্রণ হয় ?