পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । ¢ቄ ডাক্তার বাবু, কালীকুমারের দিকে মুখ ফিরাইয়া চাহিয়া রহিলেন । কিয়ৎক্ষণ পরে উভয়ে তথা হইতে প্রস্থান করিলেন । ক্ষণকাল পরে দেবেন্দ্রনাথ তথায় উপস্থিত হইলেন। দেবেন্দ্রনাথ কহিলেন, আমি ডায়মণ্ডকাৰ্ব্বার হইতে আসিয়া অবধি পার্শ্বস্থ গ্রামের লোকদিগের অবস্থা কিরূপ দেখিতেছিলাম। . নরেন্স। কিরূপ দেখিলে ? (বিষন্নতাব) দেবেন্দ্র। বড় ভাল নহে। আজ তোমায় বিমর্ষ দেখিতেছি কেন ? নরেন্দ্র ভাব গোপন করিয়া কছিলেন, সাংসারিক কোন বিশৃঙ্খলতা ঘটিয়াছে। দেবেন্দ্র। সাংসারিক বিশৃঙ্খলতা এখনও তোমার মনকে টলইতে পারে ? to নরেন্দ্র। আমরা ত আর তোমার মত ধাৰ্ম্মিক হই নাই । দেবেঞ্জ । ছি ভাই, এখনও ছেলে মামুযের মত কথা কও" একটু গম্ভীরভাবে কথা কহিতে শিক্ষা কর। পাশ করিয়াছ-ধর্শ্বের জন্য এখনও মন উৎসাহিত হয় না ? ধৰ্ম্মকে জীবনের একমাত্র অবলম্বন করিতে অভ্যাস কর । নরেন্দ্র । ধৰ্ম্মসাধন জামান্বারা হইতে পারে না, কেন না, দিবানিশি আমাদের প্রাণে বিষয়-বাসন৷ জলিতেছে । একবার ধৰ্ম্মকে সমাদর করিতে ঘাই, আবার বিষয়ানলে তাহ জালাইয়া দেয়। এমনই আমাদের অবস্থা, আমরা কি প্রকারে ধর্মের মর্যাদা রক্ষণ করিব ? দেবেন্দ্রনাথের কোন কথায় তৎক্ষণাৎ উত্তর দেওয়া অত্যাস নয় বলিয়া, এবার নরেন্ত্রের কথায় কোন উত্তর করিলেন না ; কিন্তু নরেন্ত্রের জন্ত বিশেষ দুঃখিত হইলেন,-মনে মনে জগদীশ্বরের নিকট প্রার্থনা করিলেন । . to