পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । ☾Ᏹ নরেন্দ্রর প্রায় পাঁচশত টাকা পূর্ণ হইল। টাকা লইয়৷ কি করিবেন ? পাঠক মহাশয় জানেন, শম্ভুনাথকে অন্তই টাকা দিতে কুইবে । উন্মত্ত প্রেমিকের উপর বিশ্বাস নাই।

  • -*

গ্রেয়োদশ পরিচ্ছেদ । নরেন্দ্ৰ ভাবিতে ভাবিতে একেবারে অধৈৰ্য্য হইয়া পড়িয়াছেন। হৃদয়ে একটুকুও বল নাই যে নিজেকে দৃঢ় করেন নিকটে কোই নাই যে সান্থনা করে—দেবেন্দ্রনাথ উঠিয়া গিয়াছেন—হতবুদ্ধির স্তার বসিয়া আছেন। এক একবার আশা-আলোক বিছাতের ন্তায় হৃদয়ে চমকিয়া উঠিতেছে। নরেন্দ্র মনে করিতেছেন এক্ষণে কৰ্ত্তব্য কি ? রাত্রি দশটা বাজে"এখনও ব্রাহ্মণ আসিতেছেন না কেন ? ক্রমে এগারটা বাজিল তথাপি আসিতেছেন না কেন ? নরেন্স আরও চিন্তিত হইতে লাগিলেন। একবার মনে করিতেছেন, শম্ভুনাথ ভট্টাচার্য্যের বাটতে যাই, কিন্তু সেই সময়ে এক মহা প্রতিবন্ধক উপস্থিত । হঠাৎ আকাশ মেঘে আরত হইল, বাতাস বন্ধ হইল, প্রকৃতি স্থির হইল। গাছের পত্রটি পৰ্য্যন্ত নড়ে না। বিদ্যুতের হাসিতে মেঘের ঘোর অন্ধকার মূৰ্ত্তি দেখা যাইল, নরেন্দ্র স্থির থাকিতে পারিলেন না। সহসা বৃক্ষ লতান্ত্রি উপর একটা হিল্লোলে দেখা लि । আবার স্ফূর্বকাল ষ্টে মেগীর भूर्डिं ऊांत्रिश cभग। जैौष হষ্কারে পবনদেব প্রবাহিত হইলুন। গভীর মিনাদে মেঘগর্জন, হইতে লাগিল। মেঘ ভাঙ্গিষ জল হইল, বাতাস বহিয়া ক্লিষ্টকে শান্ত করিল। নরেন্স বাটীর বাহির হইলেন । ক্ৰমে প্রকৃতি আরও অন্ধকারম্য হইল। আকাশে কেবলই মে