পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢¢धंभ-ऊिंथांघ्निगै । ዓoo এত গভীর রজনীতে কোন ফুল'মা হাসিয়া থাকিতে পারে ? গোলাপ, মল্লিক, বেল, ধুই, জাতী, গন্ধরাজ প্রভৃতি পুষ্প চাদের মুখ-প্রতি চাহিয়া হাসিতেছে । ইছাদের কত আননা ! এ আননা কে বর্ণনা করিতে পারে ? মলয় পবন ধীরে ধীরে ফুলের হৃদয়ে প্রবেশ করিয়া, অন্তর হইতে মুমিন্ধ স্বৰাস উত্তোলিত করিয়া কেমন" মৃদ্ধ মৃদ্ধ সঞ্চারিত হইতেছে। স্বল্প শিশিরুসিক্ত প্রস্ফুটিত কুহুমালে,বিমল-জ্যোৎস্নালোক প্রতিফলিত হইয়া কি মুন্দর শোভা প্রদান করিতেছে। পবনদেব মৃদ্ধ মধুর হিল্লোলে, ফুলে ফুলে স্পর্শ করিয়া কেমন সঞ্চারিত হইতেছে! উপরে পূর্ণচঞ্জ তাহার সাক্ষ্য প্রদান করিতেছে। এখানে নরেজ, বৃহৎ যুইবৃক্ষ সমাবৃত কুঞ্জের ভিতর বসিয়া আছেন। অগণ্য ধুই পুপ নরেন্দ্রকে আচ্ছাদিত করিয়া, চাদের মুখের উপর মুখ দিয়া কেমন হাসিতেছে। নরেন্দ্রকে এখন কে হাসাইতে পারে ? হাজার হাজার দুই স্ব স্ব হাসি দিয়া, যাহার দেহ আবরণ করিয়াছে, না জানি তাহার দেহ কি সুন্দর দেখিতে হইয়াছে। নরেন্দ্র গোলাপ মল্লিকার প্রেম চান না, তাহা হইলে মলয় বায়ু গোলাপের সহিত মিলাইতে পারিত। আজ নরেন্দ্রকে কে হাসাইতে পারে ? মলয় বায়ু যুঁই ফুলের আবরণ ভেদ করিয়া দেখিল, নয়েঞ্জ অধঃদৃষ্টিপাত করিয়া বিষ্ণভাবে বসিয়া আছেন। নিদারুণ দুখে, কণ্ঠে এবং মনস্তাপে নরেন্দ্রর হৃদয় আকুলিত হইয়াছে। নরেজ নিশ্চয় করিয়াছেন, সরোজিনী যখন আমাকে ছাড়িতে পারিয়াছে, তখন আমি নিশ্চয় তাহার জন্ত সংসার ছাড়িতে পারিব। কাহার জন্ত আর এ সংসারে থাকিব ? এ প্রাণ লইয়া কি করিব ? তবে এখনি বাসনা চরিতা করা ৰূর্ববা। নরেজ এই সকল কথা ভাবিতেছেন, আর তাহার উদ্ভূক্ত শোক ( , )