পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)প্রেম-ভিখারিণী। * y استخ মধ্যে পাইচারি করির বেড়াইতেছেন। কেমন করিয়া দল্লী সহিত সাক্ষাৎ হইবে, কেবলই সেই বিষয় চিত্ত করিতেছেন। এক একবার উভরিয়া কাদিয়া উঠিতেছেন, এক একবার—নরেন্দ্র কৈ, নরেন্দ্র কৈ, বলিয়া কঁাদিতেছেন। কখন শয্যার উপর পড়িতেছেন, কখন গৃহের চতুর্দিকে ভ্রমণ করিতেছেন কখন বা দুয়ার খুলিয় গল বাড়াইতেছেন। এই ভাবে পিঞ্জরবদ্ধ পক্ষিণীব স্তায় ছটফটু করিতেছেন। সরোজিনী কি যে ভয়ঙ্কর যন্ত্রণ সহ করিতেছেন, তাহ বর্ণন করা দুঃসাধ্য । সরোজিনী গৃহের মধ্যে আর তিটিতে না পারিয়া মনে মনে বাহ সঙ্কল্প করিয়াছেন, তাহ চরিতার্থ করিবার জন্ত বাহির হইলেন। কি যে এক রুদ্রমূর্তিতে গৃহ পরিত্যাগ করিলেন, দেখিলে অভ্যাক হতে হয়। পরিধানে অতি কৃষ্ণবর্ণ পাঁচ ছ হস্ত একখানি বস্তু। সে যন্ত্র পরিধান করিতে রীতিমত্র কুলান হয় না। কেশ, রূক্ষ্ম ং আলুলায়িত। গাত্রে, অলঙ্কার শূন্ত, সেই শত ছিদ্ৰ লোন, ভগ্নহৃদয়, মন, প্রাণ। সরোজিনী এই ভীষণ মূৰ্ত্তিতে রাজপথে দণ্ডায়মান। ভাবিতেছেন এক্ষণে যাই কোথায় ? কোথায় বাইলে নরেক্সের সাক্ষাৎ পাই ? আবার ভাবিতেছেন, এক্ষণে যদি বিষ্ণু এবং হরির সহিত সাক্ষাৎ হয়, তাহা হইলে জন্মের মত কলঙ্কিত করিবে, তাছা হইলে চিরদিনের জন্য মরেজ-হারা হইয় থাকিতে হইবে। কবে আর ভাবিয়া কি করিব, এই দিকে চলিয়া যাই। ভিখারিণীর বেশে কাদিতে কঁাদিতে, রাজপথ বাহিরা একদিকে চলিলেন, এই ভাবিতে ভাবিতে চলিলেন, যে দেশে নয়েজ আছে, আমি সেই দেশে বইতেছি, কিন্তু ভাবিতেছেন না কোথায় बाहेश्स्रुम, मात्र क्ड इव श शब्लेड रहेष्व । अवगनस्थल श्रृङ्ग१ अतःि ५हि ति् गिरिध्म । “ •श्व सहै, दीर्थं, तििष