পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b"& প্রেম-ভিখারিণী । প্রভৃতি এক চিন্তা-স্রোতে কোথায় ভাসিয়া যাইতেছে! ষে বুকভর আশা লইস ছুটিয়াছেন, জগতে কি এমন প্রতিবন্ধক আছে যে এক ভ্ৰক্ষেপে তাঙ্গ অতিক্রম চওয়া না যায় ? সরোজিনীব গৃহভাগের পর বিষ্ণু, হরির সহিত সরোজিনীর উদ্দেশে, হরির বাটতে আসিয়া দেখিল, সরোজিনী নাই! অক্ষয় বাবু সাধ্যমত চেষ্টা করিয়া সরোজিনীর কোন তত্ত্ব না পাইয়া, বন্ধুর আশা পরিত্যাগ করিলেন এবং শম্ভুনাথের সহিত জনমের মত সম্বন্ধ ত্যাগ করিয়া পুনৰ্ব্বার হরির বিবাহ দিলেন । বিংশ পরিচ্ছেদ । সরোজিনী এক্ষণে উন্মাদিনী-বেশ সাজিয়, গভীর রজনীণ্ডে গৃহের বাহির হইলেম । যৌবনের অসীম প্রভাব, শরীর মন এবং প্রাণকে উৎসাহিত করিয়া, কি এক ভীষণ মূৰ্ত্তিতে দিগন্ত প্রসারিত স্তুপাকার অন্ধকার ভেদ করিয়া, নরেন্দ্রর উদ্দেশে চলিয়াছেন। ভব নাই, ডর নাই, অবাধে চলিয়াছেন । সরোজিনী যাইতে যাইতে দূরে একটি অগ্নিকুও এবং অগ্নিকুণ্ডের সন্মুখে একজন লোক দেখিতে পাইলেন, সরোজিনী সেই দিকে আশ্বস্তহৃদয়ে চাহিয়া রছিলেন ; দেখিলেন অগ্নি একবার নিৰ্ব্বাণ হইতেছে, আবার ক্ষণপরে পুনরুদ্দীপিত হইতেছে। সরোজিনী সেই অগ্নি লক্ষ্য করিয়া অগ্রসর হইলেন। নবযৌবনের উদ্যম নিবৃত্ত হইবার নছে । সরোজিনী তাহার বয়সে কখনও এত অধিকদূর আইসেন নাই। এস্থান শ্মশান। কয়েক বিঘা জমী কেবলই জঙ্গলময়-কিন্তু এ জঙ্গল মুন্দরবনের অন্তর্গত নহে-মুন্দরবন ইহার আরও পূৰ্ব্বে এবং বঙ্গোপসাগর ইহার আরও দক্ষিণে। শ্মশান ক্ষেত্রে বাইতে হইলে