পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । گرامb মুক্তির শেষ দিন। আধার ভাবিতেছেন, যদি ইঙ্গ দ্বারা কোন উপায়োদ্ভাবন না হয়, তাহা ইষ্টলে,-চয় জলন্ত চিতানলে, ম, হয় এই গঙ্গা-বক্ষে প্রাণত্যাগ করিব । ভিখারিণী কছিলেন পিতঃ ! আমার এ যন্ত্রণার অবসান হইবে মা ? এই বলিয়া ভিখারিণী লুটাইয়া পড়িলেন । নরেঞ্জ, নরেন্দ্র, ( চীৎকার) নরেঞ্জ * যোগী, তীগর জীবন্ত কাতরতা দেখিয়া, ধূলিরাশির মধ্যে। নিম্নদেশে একবার স্বীয় হস্ত রক্ষা করিয়া সেই হস্ত আবার তথা হইতে তুলিয়া লইগেন। পবে সেই হস্ততালুর উপরিভাগে দৃষ্টি করত সরোজিনীকে জিজ্ঞাসিলেন কে তুমি ? s • সরোজিনী স্বীয়বৃত্তান্ত একে একে সমস্ত কহিয়া গেল । সন্ন্যাসী শুনিয়া ক্ষণকাল যাবৎ চিন্তিত । সরোজিনী মনে মনে বলিতে লাগিল— ঙ্গদয়ের হৃদয় ভাবিয়া অমুক্ষণ । যতনে হৃদয়ে স্থান দিছি যে রতন ॥ হৃদয় গলনে যেই পূর্ণ শশধর । অথবা এ চিদাকাশে প্রেমজলধর ॥ সংসার সাগর মাঝে ধ্রুবতারা জ্যোতি । যে বিনে সংসারে আর নাছি কোন গতি | কোথায় সে লুকাইল কোন অন্ধকারে । হুইয়ে নিদয় এত কঁাদাতে আমারে ॥ আমি যে তাঁহার আশপথ চেয়ে সদা । জাগে যে অন্তরে সদা সেই প্রেমক্ষুধা ॥ কে জানে পাব কি আর না পাব তাঁহায় । আছে কি না আছে তার মন মোরে হায় ॥