পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । مطران এবং ইঙ্গাবই যন্ত্রে নরেন্দ্রর সহিত সাক্ষাৎ হইবে, একথা দৃঢ়ৰূপে বিশ্বাস কবিয়াছেন। ভিখারিণী মৃত্যুশয্যায় শায়িত বটে, কিন্তু দেবেন্দ্রনাথ আত্মীয়তা প্রদর্শন করায়, তাছার পূর্ব সতি জাগরিত হুইল। এখন তিনি অকপট হৃদয়ে বিশ্বাস করিলেন যে আমার ভাগ্যে নরেন্দ্রর সহিত নিশ্চয়ই সাক্ষাৎ ঘটিবে-কেননা গুরুবাকা লঙ্ঘন ইবার নছে । ভিখারিণী ইতিমধ্যে দেবেন্দ্রনাথের পদদ্বধ ধবিয়া বিনয় করিয়া কহিয়াছিলেন,-মহাশয় আপনাবই অনুগ্রন্থে আমি বাiচয় রহিয়াছি, আপনারই অনুগ্রহে আমি আমার প্রাণেব পোণকে দশন করিব। ইহাপেক্ষ আমার মত ক্ষুদ্র প্রাণির উপর আব অধিক কি দয প্রদর্শিত হইতে পারে? আমার মৃত্যুব পূৰ্ব্বে সকল ধধি পূর্ণ হইয়া যায় যদি মহাশয়ের নিকট আমি সরল অন্তকরণে আমার আধ একটি প্রাণের কথা প্রকাশ করিতে অনুমতি পাই । দেশে। বল বল এই আমাদের কার্য্য। ইহার জন্য সংসাব ছাডি়ছি মুখ ভোগ বিলাস স্পৃহ কিছুই জানি না। ইক্ষারই জন্ম ীেবনে বহ্মচৰ্য্য অবলম্বন করিয়াছি ইহারই জন্ত মৃত্যুকে অগ্রাঙ্ক কবিযাছি । প্রাথিত বিষয় খুলিয়া বল। প্রাণ দিয়া তাহা সম্পাদন কৰিব । ভিখা । আমার গুরুদেব এই শ্মশানে বাস করিতেছেন তিনি অনুমতি কবিয়াছিলেন “বনে যাইবার পূৰ্ব্বে তোমরা আমার সাক্ষাং পাইবে। দেখিতেছি আমাদের মিলিবাব দিন অতি সন্মুখে কেন ন, আপনার পত্র এবং আমার সংবাদ পাইলে তিনি কখনও নিশ্চিন্তু থাকিতে পরিবেন না। কিন্তু আমরা কিরূপে তাছার সাক্ষাং পাইল ? দেবেন্দ্র । আচ্ছা, যেরূপে পারি সন্ধান করিয়া আনিব । নিকটস্থ ব্যক্তিদিগের নিকট ভিখারিণীর শুশ্ৰুষার ভারার্পণ