পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

蕊發 滕藤 ट्यूट्रश् Sa No আয়োজন সমাপ্ত হইলে, মুসলমানদিগের অর্ণবপোত কালিকট হইতে বিদায় গ্ৰহণ করিল। এই সময়ে সোয়ায়েজ নামক ফিরিঙ্গিসেনাপতি হ্রয়োদশ অর্ণবপোত লইয়া ভারতবর্ষে উপনীত হইলেন। তিনি মুসলমানদিগের পলায়নপথে রণতরুণী সংস্থাপিত করিয়া, তাহদের ধনপ্রত্নপূর্ণ সপ্তদশ অর্ণবপোত অধিকার করিবামাত্র, দ্বিসহস্র মুসলমান নিহত করিয়া, মুসলমানবিজয়ু সুসম্পন্ন করিলেন। যাহারা এইরূপে প্ৰাণ বিসৰ্জন করিল, তাহারা আত্মরক্ষার চেষ্টা করিবারও অবসর প্রাপ্ত छ्श्व् ! । কালিকট-রাজের আস্তুরক্ষার চেষ্টা ব্যর্থ হইয়া গেল। * বাণিজ্যবলই কালিকট রাজের একমাত্র বল ; সে বল প্রবল পীড়নে চূৰ্ণ হইয়া গেল। মুসলমান বণিকের পলায়নে কালিকট-রাজের পক্ষে ফিরিঙ্গি-বণিকের আধিপত্য অস্বীকার করিবার উপায় রহিল না । ফিরিঙ্গি-বণিকের বাহুবলের কথাই ইতিহাসে লিখিত হইয়া সৰ্ব্বত্র সুপরিচিত হইয়াছে। তাহাতে সকল কথার সুসঙ্গত ব্যাখ্যা প্ৰাপ্ত হওয়া যায় না। তঁহাদের বাহুবল অপেক্ষা কুটিল কৌশলই যে বাণিজ্যবিস্তারের প্রধান সহায়, তাহা জানিতে না পারিলে, ফিরিঙ্গি-বণিকের বিজয়কাহিনী আরব্যোপন্যাসের অলীক কাহিনীর ন্যায় প্রতিভাত হইয়া १igक কি গুণে ফিরিঙ্গি-বণিক্‌ সাত বৎসরের মধ্যে বহু শতাব্দীর মুসল

  • Becoming powerless, he sent envoys to the rulers of Egypt, Jiddah, the Dakhin and Gujrat. Complaining of the mal-practices of the Christians, he asked for help, and sending out narratives of the oppressions, practised by the Christians over the Mussalmans, he stirred up the veins of their zeal and rage.-Riar-us§alateen, p. 4o3.