পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दाश्दा ܗ ܕܘ ܕ বাণিজ্যরক্ষা করিবার আশায়, আফ্রিকার পূৰ্ব্বোেপকূলে সমরসজ্জা করিালেন। পর্তুগীজ রাজপ্রতিনিধিও তাদেশে আত্মশক্তি প্ৰবল করিবার আশায় কুইলোয়া নামক স্থানে দুৰ্গনিৰ্ম্মাণে প্ৰবৃত্ত হইলেন। যাহা মুসলমান ও খৃষ্টানের ধৰ্ম্মকলহরূপে এতকাল ভূমধ্যসাগরে বাহুবলের পরিচয় প্ৰদান করিতে ব্যস্ত ছিল, যাহা কালক্রমে মালাবার-উপকূলে আসিয়া বাণিজ্য-কলহে পরিণত হইয়াছিল, তাহা ক্ৰমে ক্রমে আফ্রিকার উপকূলে আসিয়া সাম্রাজ্য-কলহের আকার ধারণ করিল। আফ্রিকার পূৰ্ব্বোপকূলে উপনীত হইয়া, ফিরিঙ্গি-বণিক্‌ তাদেশের আড়কাটগণের সহায়তায়, ভারতবর্ষাভিমুখে পোতচালনা করিতেন । আড়কাটগণ সুলতানের প্রজা। সুলতানের সহিত যুদ্ধ উপস্থিত হইলে, ফিরিঙ্গি-বণিকের পক্ষে মুসলমান আড়কাটর সহায়তা লাভ করা সহজ হইবে না । আলমিডা এই কথা চিন্তা করিবামাত্র, একটি স্বতন্ত্র আড়কাটিদল গঠন করিতে প্ৰবৃত্ত হইলেন। ভারতসমুদ্রে কাহার আধিপত্য প্ৰবল হইবে, তাহার উপরেই ফিরিঙ্গি-বণিকের জয়-পরাজয় নির্ভর করিতেছিল। আলমিডা যে ভাবে আফ্রিকার পূর্বোেপকূলে শক্তিবিস্তার করিলেন, তাহাতে সুলতানের নৌসেনাদলের পক্ষে ভারতসাগরে আধিপত্য রক্ষা করিবার সম্ভাবনা রহিল না । তথাপি তাহার চেষ্টার ক্ৰটি করিল না। আলুমিডার অধীনে দ্বাবিংশ অর্ণবপোত বাহুবলে ফিরিঙ্গির বাণিজ্যরক্ষা করিবার জন্য ভারতসাগরে সম্মিলিত হইয়াছিল । অস্ত্রশস্ত্রের BBDBD BB DSBBD BBDDBBBD DBDBD DD DSuDuD জলে-স্থলে বাহুবলের পরীক্ষা চলিতে লাগিল । সে পরীক্ষায় সুলতানের সেনাদল জয়লাভ করিতে পারিল না ; আফ্রিকার উপকূলে ফিরিঙ্গিবণিকের আধিপত্য দিন দিন প্ৰবল হইতে লাগিল । চারি বৎসর ধরিয়া ফিরিঙ্গি-বণিক আধিপত্য-বিস্তারের চেষ্টা করিতে গিয়া, কালিকট-রাজকে