পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাহুবল Sovo) হিন্দু-মুসলমানের পরাজয় ভিন্ন সমগ্ৰ এসিয়ার পরাজয় বলিয়া হৃদয়ঙ্গম করিতে পারে নাই। মুসলমান-সমাজের অবস্থাও শোচনীয় হইয়া উঠিয়াছিল। এই যুদ্ধে মুসলমান-প্ৰতাপ যে এসিয়া হইতে চিরদিনের মত অন্তহিত হইবার উপক্রম হইল, মুসলমানগণ তাহা ভাল করিয়া অনুধাবন করিবার অবসর প্রাপ্ত হইলেন না । তৎকালে মিশর ও ইউরোপীয়-তুকিস্থানে দুই জন স্বতন্ত্র মুসলমান সুলতান বর্তমান ছিলেন । ধৰ্ম্মে এক হইয়াও, এই দুই সুলতান দুই সহচরের ন্যায় উভয়ের সাধারণ শত্রুর পরাজয়সাধনের চেষ্টা করিতে প্ৰবৃত্ত হইলেন না ; এক সুলতান অপর সুলতানের রাজ্য জয় করিবার জন্য অশান্ত হইয়া উঠিলেন। এক ভ্ৰাতা অপর ভ্রাতার রাজ্যপহরণের জন্য বাহু প্রসারিত করায়, মুসলমানের পক্ষে এই পরাজয় চিরপরাজয়ে পরিণত হইয়া ফিরিঙ্গি-বণিকের সমরবিজয়কে চিরবিজয়ে পরিণত করিয়া দিল । * তুরস্কের সুলতান মিশরের সুলতানকে ব্যতিব্যস্ত করিয়া, কালক্রমে মিশর-বিজয় সম্পন্ন করিয়াছিলেন । স্বজাতিক লাহে আত্মরক্ষাৰ্থ ব্যতিব্যস্ত হইয়া, মিশরের সুলতান আর ভারতবাণিজ্যে মুসলমানের আধিপত্য-রক্ষার আয়োজন করিতে পারিলেন না ! যে পর্তুগীজ বীর এইরূপে প্ৰাচ্যসাগরে প্রতীচ্য-শক্তি দৃঢ়-প্রতিষ্ঠিত করিলেন, তাহার কথায় কর্ণপাত করিলে, প্রাচ্য-সাগরে পর্তুগালের আধিপত্য চিরপ্রতিষ্ঠিত হইত। আলুমিন্ড ভারতসাগরে স্বদেশের একাধিপত্য সংস্থাপিত করিবার আশায়, দ্বীপে দ্বীপে দুৰ্গনিৰ্ম্মাণ করিয়া, নৌবাহিনীর উন্নতিসাধনের জন্য ব্যস্ত হইয়াছিলেন; স্থলভাগে দুৰ্গনিৰ্ম্মাণ

In as mucl as at that period, Sultan Salim Khaqan of Rum

( Turkey) defeated the Ghoriah Sultan of Egypt, and the empire of the latter came to an end, the Samri, who was the promoter of tluis war, lost heart, and the Portuguese acquired complete domination.-Riaz-us-Salateen p. 4ok.