পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ফিরিঙ্গি বণিক রক্ষা করিবার উপযুক্ত শক্তিশালী ছিলেন না । ইউরোপের যে কোনও জাতি বাহুবলে তঁহাকে অচিরাং উৎখাত করিতে পারিতি। পোপের শাসন-লিপিই তেঁাহাকে প্রাধান্য স্থাপন ও প্রাধান্য সংরক্ষণে সহায়তা कiिछिन् । যতদিন পোপের শাসনলিপি লঙ্ঘন করিবার সাহসের অভাব ছিল, ততদিন ইউরোপীয় জনসমাজ উত্তমাশা অন্তরীপের পথে একমাত্র পর্ভুগালেরই অবিসম্বাদিত অধিকার থাকা স্বীকার করিয়া লইয়া অন্য পথে ভারতবর্ষে উপনীত হইবার বিবিধ চেষ্টায় ব্যাপৃত হইয়াছিল। সে চেষ্টা সফল হইল না। পশ্চিম সমুদ্রপথে ক্ৰমাগত পশ্চিমাভিমুখে পোত চালনা করিয়া ভারতবর্ষে উপনীত হইবার চেষ্টা আমেরিকার আবিষ্কার সাধন করিয়াই আপাততঃ নিরস্ত হইতে বাধ্য হইয়াছিল। উত্তর সমুদ্রপথে পোতচালনা করিয়া ভারতবর্ষে উপনীত হইবার চেষ্টা বহুলোকের অকালমৃত্যুর কারণ হইয়াছিল। এই সকল চেষ্টা বৰ্ত্তমান থাকিতেও পর্তুগালের বাণিজ্যাধিকার বিলুপ্ত হয় নাই। ইউরোপের অন্যান্য দেশের লোক পর্তুগাল হইতেই ভারতীয় পণ্যদ্রব্য ক্রয় করিয়া স্বদেশে বিক্রয় করিত, এবং সেই সংকীর্ণ বাণিজ্যের যৎসামান্য লাভ পাইয়া পরিতৃপ্ত থাকিতে বাধ্য হইত। ;-পোপের শাসন লঙ্ঘন করিয়া উত্তমাশা অন্তরীপের পথে ভারত-যাত্রার আয়োজন করিবার কল্পনামাত্রও উৎসাহলাভ কিরিত না । DuDuDBDD BBDDSS BD S SBDB BBDBD DKK S DYBmLLD SD প্ৰবল অনুসন্ধিৎসা প্ৰবুদ্ধ হইয়া উঠিয়াছিল, পর্তুগালের রূপায় সে কৌতুহল পরিতৃপ্ত হইয়াছিল। পর্তুগাল হইতে দলে দলে ফিরিঙ্গিবণিক ভারতবর্ষে গমন করিত, আবার তাহারা দলে দলে পৰ্ত্ত গালে প্ৰত্যাবুক্ত হইয়া আলৌকিক ঐশ্বৰ্য-বিস্তারে ইউরোপীয় জনসমাজকে বিস্ময়াবিষ্ট করিত । সুতরাং ভারতবর্ষ কোথায় এবং তাদেশে যাতায়াতের