পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

गंगूबा-याखांद्र अंडांत्र শক্তিশালী হইয়া উঠিয়াছিল। ভূমধ্যসাগরতীরের ফিনিসীয়-বণিক ভারতীয় পণ্যদ্রব্য সংগ্ৰহ করিবার আশায়, অর্ণবপো'ত সুসজ্জিত করিয়া বাণিজ্যপথগামী অশ্ব বা উষ্ঠশ্রেণীর খরখুরোথিত ধূলিপটলের দিকে দৃষ্টি নিবন্ধ করিয়া দিন গণনা করিত। আরবীয়-নাবিকগণ প্ৰথমে স্বদেশের উপকূলভাগে ভারতীয় অর্ণবপোতের সমাগম প্রতীক্ষায় কালক্ষয় করিতে করিতে, অবশেষে ভারতবর্ষে উপনীত হইয়া, সর্বাগ্রে পণ্যদ্রব্য ক্রয় করিয়া, বিদেশে বিক্রয় করিবার অধিকার সংস্থাপিত করিয়াছিল । * তখন সমুদ্রযাত্রার প্রবল প্রভাব ভারতবর্ষের সর্বত্র সুপরিচিত ছিল। তখনও অনুদার সংকীর্ণ শিক্ষা ভারতবাসীকে গৃহকোটরানিবদ্ধ পেচকের ন্যায় অলীক গাম্ভীৰ্য্যসম্ভোগকেই মানব-জীবনের পরম পুরুষাৰ্থ বলিয়া মনুষ্যত্বহীন দাস জাতিতে পরিণত করিতে সমর্থ হয় নাই ! তখন তাহারা যে পথে উত্তাল তরঙ্গ অতিক্ৰম করিয়া দ্বীপেপাদ্বীপে পদাৰ্পণ করিয়াছে, সেই পথে ভারতীয় পণ্যদ্রব্যের সহিত শিক্ষা দীক্ষা ও সভ্যতার আদর্শ বহুদূরদেশে প্রচারিত করিয়া, কত অজ্ঞাত মানবসমাজকে সমুন্নত করি।- য়াছে ; স্বদেশে প্রত্যাবৰ্ত্তন করিবার সময়ে, কত অজ্ঞাত রাজ্যের ধনরত্ন আহরণ করিয়া, ভারতবর্ষের সুখসৌভাগ্য বৰ্দ্ধিত করিয়াছে । ভারতবর্ষের চরণরেখাঙ্কিত সেই পুরাতন বাণিজ্যপথ অস্থাপি বৰ্ত্তমান । কিন্তু সে পথে আর ভারতীয় বাণিজ্যস্রোত প্ৰবাহিত হইতেছে না ! as Not only Jews from earlier times (from the 6th century B. C.) and St. Thomas Cristians from 68 A.D. but also Arab traders (Moplahs ) both in pre-Islamic and Islamic times were settled on the Ma'abar coastis.—ñoirac-us-salatin, motes. + বুদ্ধশিষ্য শাণবাসিক পরিনিৰ্বাণকালে সুদূর সমুদ্রপথে বাণিজ্য-ব্যাপারে ব্যাপৃত থাকিবার কথা বৌদ্ধ-সাহিত্যে উল্লিখিত আছে। তাহা খৃষ্টাবির্ভাবের পাঁচশত বৎসরের পূৰ্ববৰ্ত্তী কালের কথা !