পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

98 किब्रिक्रि-दकूि না করিয়াও, স্পেনের পক্ষে পশ্চিমসমূদ্রপথে পোতচালনা করিতে করিতে ভারতবর্ষে উপনীত হইবার সম্ভাবনা আছে। সুতরাং ভূমণ্ডল প্ৰদক্ষিণ করিয়া ইহা প্ৰতিপন্ন করিবার জন্য ম্যাগেলেনের হৃদয়ে এক উচ্চাকাঙ্ক্ষা উদ্রিক্ত হইয়া উঠিয়াছিল। ফিরিঙ্গি-বণিক এ বিষয়ে তাহাকে সাহায্য করিতে স্বভাবত অসম্মত দেখিয়া, তিনি পর্তুগালের আশ্রয় ত্যাগ করিয়া, স্পেনের আশ্রয় গ্ৰহণ করিয়াছিলেন । ১৫১৯ খৃষ্টাব্দে স্পেনরাজ্যের পাঁচখানি অর্ণবযান ম্যাগেলেনের অধীনে পশ্চিম-সমুদ্রপথে ভারত যাত্রা আরম্ভ করিয়াছিল। ম্যাগেলেন ফিলিপাইন দ্বীপপুঞ্জে উপনীত হইয়া, ভূপ্রদক্ষিণ পরিসমাপ্ত করিয়া, পৃথিবীর গোলত্ব প্রমাণে পোপের শাসনলিপির অসারত্ব প্ৰতিপাদিত করিবামাত্র ফিলিপাইন দ্বীপপুঞ্জে নিহত হইলেন ; তাহার সযত্ন-পরিচালিত tBBBB DDDDD BBg DDD SDSBK SS BBDBDBBBBD DBBBD DDSDD অতিক্ৰম করিয়া উত্তমাশা অন্তরীপ অতিক্ৰম করিয়া, স্পেনরাজ্যে প্ৰত্যাবর্তন করিল। পশ্চিম-সমুদ্রপথে ভারত-যাত্ৰা করিয়া, ক্ৰমাগত পশ্চিমাভিমুখে পোতচালনা করিতে থাকিলে, আবার যাত্ৰাস্থানে প্ৰত্যাবৰ্ত্তন করা যায়,-“এই অভিজ্ঞতা ইউরোপীয়গণের নিকট মানবজ্ঞানের এক রুদ্ধ দ্বার উন্মুক্ত করিয়া দিল । সে দিন তাহাদের ইতিহাসের কি স্মরণীয় দিন । সে দিন স্পেনরাজ্যের সম্মুখে ভারতবাণিজ্যের তোরণদ্বার সহসা উন্মুক্ত হইয়া পড়িল,-পর্তুগালের অক্ষুন্ন বাণিজ্যাধিকারে প্রবল প্ৰতিদ্বন্দীর আবির্ভাব হইল,-পোপের শাসনলিপির মৰ্য্যাদা অক্ষুন্ন রহিল ; কিন্তু তাহার উদ্দেশ্য পণ্ড হইয়া গেল,- সমগ্ৰ ইউরোপে এক নবযুগ প্ৰবৰ্ত্তিত হইল । পর্তুগাল কি বলিবে ? এতকাল অন্য কোন ইউরোপীয় অর্ণবপোত ভারতসাগরে উপনীত হইলামাত্র পোপের শাসনলিপির বলে-- অনধিকার-প্রবেশের অপরাধে-পর্তুগীজ কর্তৃক নিৰ্দয়ারূপে লুষ্ঠিত হইত।