পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐछिद्रन्थ्री S) bRyr পড়িয়াছিল । তাহারা যখন উঠিল, তখন কুসংস্কার বর্জন করিতে প্ৰবৃত্ত হইল। মানুষ হইয়া উঠিবার আগ্রহে তাহারা গৃহকোটর ছাড়িয়া বিপুল বিশ্বব্রাজ্যে ছুটিয়া বাহির হইল। একদিকে নুতন নূতন দেশভ্রমণ, অন্যদিকে নূতন নূতন জ্ঞানের সহিত সাক্ষাৎকার, নবপ্রবুদ্ধ ইউরোপীয় খৃষ্টান সমাজকে দিন দিন জ্ঞানে ও কৰ্ম্মে শক্তিশালী করিয়া তুলিতে লাগিল। জাৰ্ম্মণী হইতেই ইউরোপের এই নবজাগরণের সূত্রপাত হয়। ইহার প্রভাব ক্ৰমে ফ্রান্সে, ইংলণ্ডে এবং হল্যাণ্ডে ব্যাপ্ত হইয়া পড়ে । এই কয়টি উদ্যমশীল দেশের অভু্যুদয়লোলুপ স্বাধীনচেতা প্ৰধান পুরুষগণ পোপের শাসনপাশ বিচ্ছিন্ন করিয়া, খৃষ্টান-সমাজে একটি উন্নতিশীল অভিনব সম্প্রদায়ের সৃষ্টি করিয়া, স্বাধীনভাবে সৌভাগ্যান্বেষণে বহিৰ্গত হইল। স্পেন পর্তুগাল পোপের পদমৰ্য্যাদা ও শাসন-ক্ষমতা রক্ষা করিবার পক্ষপাতী হইয়া, অত্যাচারে, স্বেচ্ছাচারে, উৎপীড়নে, খৃষ্টানসমাজকে পুরাতনের জীর্ণ-খুটায় বাধিয়া রাখিবার জন্যই চেষ্টা করিতে থাকিল। যাহারা পোপের শাসন অস্বীকার করিবার সাহস লাভ করিল, তাহারা নূতন পথে, নূতন শক্তিতে, নূতন উৎসাহে ধাবিত হইতে লাগিল । কি নূতন, কি পুরাতন, সকল দলই ভারত-বাণিজ্যে অধিকার লাভের জন্য লালায়িত ছিল। কারণ, তখন পৰ্য্যন্ত ভারত-বাণিজ্যই অর্থে পার্জনের প্রধান পথ, আত্মোন্নতি সাধনের প্রধান সোপান বলিয়া সৰ্ব্বত্র সুপরিচিত ছিল । এতদিন পোপের শাসনলিপি লঙ্ঘন করিয়া আর কেহ উত্তমাশা অন্তরীপ অতিক্ৰম করিতে সাহস প্ৰকাশ করিতে পারিত না । সকলেই অন্য কোনও নূতন পথের আবিষ্কার সাধনের DDD DBE BLLDD LBBB DDBSBBDDS BBD BD S DBB DDS কখন বা নিরাশায় অভিভূত হইয়া পড়িত। এখন পোপের শাসন-পাশ